আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১২৮
৫২৭. 'বাদ সমাচার' লেখা
১১২৮. যায়িদ ইব্ন আসলাম বলেন, একদা আমার পিতা আমাকে হযরত ইব্ন উমরের নিকট প্রেরণ করেন, আমি দেখিলাম যে, তিনি (তাঁহার পত্রে) লিখিতেছেন, "বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম" - বাদ সমাচার এই যে …
بَابُ أَمَّا بَعْدُ
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: أَرْسَلَنِي أَبِي إِلَى ابْنِ عُمَرَ، فَرَأَيْتُهُ يَكْتُبُ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১২৯
৫২৭. 'বাদ সমাচার' লেখা
১১২৯. হিশাম ইব্ন উরওয়া বলেন, আমি নবী করীম (ﷺ)- এর বেশ কয়েখানা পত্র দেখিয়াছি। যখনই কোন ঘটনা বলা শেষ হইত অমনি তিনি বলিতেন, আম্মা বা'দ (বাদ সমাচার এই যে,)।
حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ: رَأَيْتُ رَسَائِلَ مِنْ رَسَائِلِ النَّبِيِّ صلى الله عليه وسلم، كُلَّمَا انْقَضَتْ قِصَّةٌ قَالَ: أَمَّا بَعْدُ.

তাহকীক:
তাহকীক চলমান