আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১৩০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫২৮. পত্রে শুরুতে 'বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম' লিখা
১১৩০. খারিজা ইব্ন যায়িদ, হযরত যায়িদ ইব্ন সাবিতের পরিবারবর্গের জনৈক প্রবীণ বুজুর্গ প্রমুখাৎ বর্ণনা করেন যে,যায়িদ (রাযিঃ) (আমির মু'আবিয়াকে) এইরূপ পত্র লিখেনঃ বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম । আল্লাহ্র বান্দা আমীরুল মু'মিনীন মু'আবিয়ার প্রতি,আপনার উপর শান্তি ও কল্যাণ বর্ষিত হউক! আমি সেই আল্লাহ্র প্রশংসা করিতেছি-যিনি ব্যতীত অপর কোন ইলাহ্ নাই। বাদ সমাচার এই যে,...
أبواب الأدب المفرد للبخاري
بَابُ صَدْرِ الرَّسَائِلِ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةِ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ اللهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، سَلاَمٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لا إِلَهَ إلا هُوَ، أَمَّا بَعْدُ.
তাহকীক:
হাদীস নং: ১১৩১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫২৮. পত্রে শুরুতে 'বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম' লিখা
১১৩১ . হযরত আবু মাস্উদ জারীরী (রাযিঃ) বলেন, এক ব্যাক্তি হযরত হাসানকে নামাযে 'বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম' পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি জবাবে বলেন,উহা তো পত্রসমূহের শিরোনামা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٌ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ قَالَ: سَأَلَ رَجُلٌ الْحَسَنَ عَنْ قِرَاءَةِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ؟ قَالَ: تِلْكَ صُدُورُ الرَّسَائِلِ.
তাহকীক: