আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১২৭
৫২৬- চিঠিপত্রের শিরোনাম কিভাবে লিখতে হবে।
১১২৭। আব্দুল্লাহ্‌ ইব্‌ন দীনার বলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাযিঃ), আব্দুল মালিক ইব্‌ন মারওইয়ানের কাছে বায়'আত গ্রহণের উদ্দেশ্যে পত্র লিখিয়াছিলেন। তিনি লিখেনঃ বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম' - এই পত্র আমীরুল মু'মিনীন আব্দুল মালিক ইব্‌ন মারওয়ানের সমীপে আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমরের পক্ষ হইতে আপনার প্রতি সালাম। অতঃপর আমি আপনার সমীপে সেই আল্লাহ্‌ তা'আলার প্রশংসা করিতেছি যিনি ব্যতীত আর কোন উপাস্য নেই। আল্লাহ্‌র বিধান ও তদীয় রাসূলের সুন্নত অনুযায়ী সাধ্যানুসারে আপনার আদেশ শ্রবণের ও আপনার আনুগত্যের ওয়াদা করিতেছি।
بَابُ‏:‏ كَيْفَ يُكْتَبُ صَدْرُ الْكِتَابِ‏؟‏
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ، فَكَتَبَ إِلَيْهِ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ مِنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ‏:‏ سَلاَمٌ عَلَيْكَ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ، وَأُقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللهِ وَسُنَّةِ رَسُولِهِ، فِيمَا اسْتَطَعْتُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান