আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১২৬
৫২৫. অনুচ্ছেদঃ মহিলাদের সাথে পত্র বিনিময়
১১২৬. আয়িশা বিনতে তা'লহা (রাহঃ) বলেন, একদা আমি হযরত আয়িশা (রাযিঃ)-কে বলিলাম - আর আমি তাঁহার কোলে প্রতিপালিত হইয়াছিলাম এবং দেশ বিদেশ হইতে লোকজন সাক্ষাতের উদ্দেশ্যে তাঁহার নিকট আসিত। প্রধানগন আমাকে কন্যা বলিয়া সম্বোধন করিতেন, কারণ আয়িশা (রাযিঃ) আমাকে অত্যন্ত ভালবাসিতেন। আর বয়সে যাহারা নবীন তাহারা আমাকে ভগ্নি মনে করিতেন এবং আমার কাছে হাদিয়া-তোহ্ফা পাঠাইতেন এবং দেশ-বিদেশ হইতে আমার কাছে চিঠিপত্র লিখিতেন। তখন আমি হযরত আয়িশাকে বলিতামঃ খালাম্মা, এই হইল অমুকের পত্র এবং তাঁহার প্রেরিত হাদিয়া। তখন তিনি আমাকে বলিতেন, হে আমার কন্যা,তুমিও তাঁহার জবাব দাও, উপহারের প্রতিদান দাও। আর যদি তোমার কাছে প্রতিদানে দেওয়ার মত কিছু না থাকে, তবে আমিই তোমাকে উহা দয়ে দিব। রাবি আয়িশা বিন্তে তাল্হা বলেন, অতঃপর তিনি আমাকে উহা প্রদান করিতেন।
بَابُ الْكِتَابَةِ إِلَى النِّسَاءِ وَجَوَابِهِنَّ
حَدَّثَنَا ابْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عَبْدِ اللهِ قَالَ: حَدَّثَتْنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ قَالَتْ: قُلْتُ لِعَائِشَةَ، وَأَنَا فِي حِجْرِهَا، وَكَانَ النَّاسُ يَأْتُونَهَا مِنْ كُلِّ مِصْرٍ، فَكَانَ الشُّيُوخُ يَنْتَابُونِي لِمَكَانِي مِنْهَا، وَكَانَ الشَّبَابُ يَتَأَخَّوْنِي فَيُهْدُونَ إِلَيَّ، وَيَكْتُبُونَ إِلَيَّ مِنَ الأَمْصَارِ، فَأَقُولُ لِعَائِشَةَ: يَا خَالَةُ، هَذَا كِتَابُ فُلاَنٍ وَهَدِيَّتُهُ، فَتَقُولُ لِي عَائِشَةُ: أَيْ بُنَيَّةُ، فَأَجِيبِيهِ وَأَثِيبِيهِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَكِ ثَوَابٌ أَعْطَيْتُكِ، فَقَالَتْ: فَتُعْطِينِي.

তাহকীক:
তাহকীক চলমান