আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৮৯
৫০২. বিনা অনুমতিতে প্রবেশ
১০৮৯. আম্র ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন সাফ্ওয়ান (রাহঃ) বলেন, কাল্দা ইব্ন হাম্বল (রাহঃ) তাঁহাকে বলিয়াছেন, সাফ্ওয়ান ইব্ন উমাইয়া (রাযিঃ) তাঁহাকে নবী করীম (ﷺ)-এর দরবারে মক্কা বিজয়ের সময় দুধ, ছাগলের বাচ্চা এবং ছোট শশা (হাদীয়া স্বরূপ) দিয়া পাঠান। (রাবী আবুল আসিম ছোট শশার স্থলে ‘সব্জী’ শব্দ ব্যবহার করিয়াছেন ।) নবী করীম (ﷺ) তখন মক্কা উপত্যকার উচ্চভূমিতে অবস্থান করিতেছিলেন। আমি তাঁহাকে সালাম দিলাম না কিংবা তাঁহার অনুমতি প্রার্থনা করিলাম না। তখন নবী করীম (ﷺ) ফরমাইলেনঃ ফিরিয়া যাও এবং (পরে আসিয়া) বলঃ “আস্-সালামু আলাইকুম”, আমি কি ভিতরে আসিতে পারি? এ-ঘটনা সাফওয়ানের ইসলাম গ্রহণের অব্যবহিত পরে ঘটিয়াছিল ।
রাবী আম্র বলেন, উমাইয়া ইব্ন সাফওয়ান (রাযিঃ) এই ঘটনা সম্পর্কে আমাকে কালদার বরাতে অবহিত করিয়াছেন কিন্তু আমি কালদার কাছ হইতে নিজে শুনিয়াছি’ এই একটি তিনি বলেন নাই ।’
রাবী আম্র বলেন, উমাইয়া ইব্ন সাফওয়ান (রাযিঃ) এই ঘটনা সম্পর্কে আমাকে কালদার বরাতে অবহিত করিয়াছেন কিন্তু আমি কালদার কাছ হইতে নিজে শুনিয়াছি’ এই একটি তিনি বলেন নাই ।’
بَابُ إِذَا دَخَلَ وَلَمْ يَسْتَأْذِنْ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَفْهَمَنِي بَعْضَهُ عَنْهُ أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ: ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَ أَخْبَرَهُ، أَنَّ كَلَدَةَ بْنَ حَنْبَلٍ أَخْبَرَهُ، أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفَتْحِ بِلَبَنٍ وَجِدَايَةٍ وَضَغَابِيسَ، قَالَ أَبُو عَاصِمٍ: يَعْنِي الْبَقْلَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِأَعْلَى الْوَادِي، وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ، فَقَالَ: ارْجِعْ، فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟، وَذَلِكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৯০
৫০২. বিনা অনুমতিতে প্রবেশ
১০৯০. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি আগেই গৃহের অভ্যন্তরে দৃষ্টিপাত করে, তাহার অনুমতি পাইবার অধিকার নাই।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَمْزَةَ قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: إِذَا أَدْخَلَ الْبَصَرَ فَلاَ إِذْنَ لَهُ.

তাহকীক:
তাহকীক চলমান