আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০৯১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৩. অনুচ্ছেদ: যখন কেহ বলে, আসিতে পারি কি ? এবং সালাম করে না’
১০৯১. আতা বলেন, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলিয়াছেন, যখন কেহ বলে, আসিতে পারি কি ? অথচ সে সালাম করে নাই, তখন বলিয়া দাও, না, যাবৎ না তুমি প্রবেশের চাবি লইয়া আস ।
রাবী (আ’তা) বলেনঃ আমি জিজ্ঞাসা করিলাম চাবি মানে কি সালাম? তিনি বলিলেনঃ হ্যাঁ।
রাবী (আ’তা) বলেনঃ আমি জিজ্ঞাসা করিলাম চাবি মানে কি সালাম? তিনি বলিলেনঃ হ্যাঁ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا قَالَ: أَدْخُلُ؟ وَلَمْ يُسَلِّمْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ قَالَ: أَخْبَرَنِي مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِذَا قَالَ: أَأَدْخُلُ؟ وَلَمْ يُسَلِّمْ، فَقُلْ: لاَ، حَتَّى تَأْتِيَ بِالْمِفْتَاحِ، قُلْتُ: السَّلاَمُ؟ قَالَ: نَعَمْ.
তাহকীক: