আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০৮৯
৫০২. বিনা অনুমতিতে প্রবেশ
১০৮৯. আম্র ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন সাফ্ওয়ান (রাহঃ) বলেন, কাল্দা ইব্ন হাম্বল (রাহঃ) তাঁহাকে বলিয়াছেন, সাফ্ওয়ান ইব্ন উমাইয়া (রাযিঃ) তাঁহাকে নবী করীম (ﷺ)-এর দরবারে মক্কা বিজয়ের সময় দুধ, ছাগলের বাচ্চা এবং ছোট শশা (হাদীয়া স্বরূপ) দিয়া পাঠান। (রাবী আবুল আসিম ছোট শশার স্থলে ‘সব্জী’ শব্দ ব্যবহার করিয়াছেন ।) নবী করীম (ﷺ) তখন মক্কা উপত্যকার উচ্চভূমিতে অবস্থান করিতেছিলেন। আমি তাঁহাকে সালাম দিলাম না কিংবা তাঁহার অনুমতি প্রার্থনা করিলাম না। তখন নবী করীম (ﷺ) ফরমাইলেনঃ ফিরিয়া যাও এবং (পরে আসিয়া) বলঃ “আস্-সালামু আলাইকুম”, আমি কি ভিতরে আসিতে পারি? এ-ঘটনা সাফওয়ানের ইসলাম গ্রহণের অব্যবহিত পরে ঘটিয়াছিল ।
রাবী আম্র বলেন, উমাইয়া ইব্ন সাফওয়ান (রাযিঃ) এই ঘটনা সম্পর্কে আমাকে কালদার বরাতে অবহিত করিয়াছেন কিন্তু আমি কালদার কাছ হইতে নিজে শুনিয়াছি’ এই একটি তিনি বলেন নাই ।’
রাবী আম্র বলেন, উমাইয়া ইব্ন সাফওয়ান (রাযিঃ) এই ঘটনা সম্পর্কে আমাকে কালদার বরাতে অবহিত করিয়াছেন কিন্তু আমি কালদার কাছ হইতে নিজে শুনিয়াছি’ এই একটি তিনি বলেন নাই ।’
بَابُ إِذَا دَخَلَ وَلَمْ يَسْتَأْذِنْ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَفْهَمَنِي بَعْضَهُ عَنْهُ أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ: ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَ أَخْبَرَهُ، أَنَّ كَلَدَةَ بْنَ حَنْبَلٍ أَخْبَرَهُ، أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْفَتْحِ بِلَبَنٍ وَجِدَايَةٍ وَضَغَابِيسَ، قَالَ أَبُو عَاصِمٍ: يَعْنِي الْبَقْلَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِأَعْلَى الْوَادِي، وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ، فَقَالَ: ارْجِعْ، فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟، وَذَلِكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ.
হাদীসের ব্যাখ্যা:
হযরত কালাদা রাযি. তখন সদ্য ঈমান আনয়নকারী একজন মুসলিম। ইসলামের আদব-কায়দা কিছুই জানা নেই। কারও ঘরে প্রবেশের নিয়ম-কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর জানা নেই যে, কারও ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। ফলে তিনি বিনা অনুমতিতেই ঢুকে পড়েছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। বরং তাকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিলেন কারও ঘরে প্রবেশের আগে কীভাবে অনুমতি চাইতে হয়। বললেন, বের হও, তারপর প্রথমে সালাম দাও, তারপর বলো 'প্রবেশ করতে পারি?'।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
