আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৬২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৩৪. বিস্ময়ের ক্ষেত্রে উরুতে হাত মারা
৯৬২. হযরত আলী (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার এবং নবী দুহিতা ফাতিমার দরজায় করাঘাত করিলেন এবং বলিলেন, তোমরা কি (রাতের নফল) নামায পড়িবে না? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের প্রাণ তো আল্লাহ্‌র হাতে, যখন তাঁহার মর্জি হইবে তখনই আমরা উঠিব। তখন নবী করীম (ﷺ) আমার কথার কোনই উত্তর না করিয়া ফিরিয়া গেলেন এবং যাইতে তাহাকে উরুতে হাত মারিয়া বলিতে শুনিলামঃ (‏وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً‏)‏‏ এবং মানুষ অধিকাংশ ব্যাপারেই ঝগড়াপ্রবণ” (সূরা কাহাফ ও ৫৪)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ ضَرْبِ الرَّجُلِ يَدَهُ عَلَى فَخِذِهِ عِنْدَ التَّعَجُّبِ أَوِ الشَّيْءِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ حَدَّثَهُ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ‏:‏ أَلاَ تُصَلُّونَ‏؟‏ فَقُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّمَا أَنْفُسُنَا عِنْدَ اللهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُ وَهُوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ يَقُولُ‏:‏ ‏(‏وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً‏)‏‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৩৪. বিস্ময়ের ক্ষেত্রে উরুতে হাত মারা
৯৬৩. আবু রাযীন বলেন, আমি হযরত আবু হুরায়রা (রাযিঃ)-কে দেখিয়াছি, তিনি তাহার নিজের ললাটে আঘাত করিয়া বলিতেছেনঃ হে ইরাকবাসীরা! তোমরা কি মনে কর হাদীস বর্ণনার নামে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উপর মিথ্যা আরোপ করিতেছি ? তোমরা আনন্দ করিবে আর আমার মাথার উপর গোনাহর বোঝা থাকিবে? আমি সাক্ষ্য দিতেছি, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তির এক জুতার ফিতা ছিড়িয়া যায় তখন সে যেন অপর জুতা পায়ে দিয়া না হাটে-যাবত না উহা মেরামত করিয়া লয়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ رَأَيْتُهُ يَضْرِبُ جَبْهَتَهُ بِيَدِهِ وَيَقُولُ‏:‏ يَا أَهْلَ الْعِرَاقِ، أَتَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، أَيَكُونُ لَكُمُ الْمَهْنَأُ وَعَلَيَّ الْمَأْثَمُ‏؟‏ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِ أَحَدِكُمْ، فَلاَ يَمْشِي فِي نَعْلِهِ الأُخْرَى حَتَّى يُصْلِحَهُ‏.‏
tahqiq

তাহকীক: