আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৬১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৩৩. অনুচ্ছেদঃ বিস্ময়ের ক্ষেত্রে মাথা দোলানো ও দাঁত দিয়া ঠোঁট চাপিয়া ধরা
৯৬১. হযরত আবু যার (রাযিঃ) বর্ণনা করেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর ওযুর পানি দিয়া আসিলাম, তিনি তখন মাথা দুলাইলেন এবং দাঁতের দ্বারা ওষ্ঠদ্বয় চাপিয়া ধরিলেন। আমি বলিয়া উঠিলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হউন, ইয়া রাসূলাল্লাহ্! আমি কি আপনাকে কষ্ট দিলাম ? বলিলেনঃ না তাহা নহে। বরং (ব্যাপার হইতেছে) তুমি এমন অনেক আমীর ও ইমামের দেখা পাইবে, যাহারা সময়মত নামায আদায় করিবে না, দেরিতে নামায পড়িবে। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! এই ব্যাপারে আপনি আমাকে কী হুকুম করেন? তিনি বলিলেনঃ তুমি সময় মতই নামায আদায় করিয়া নিবে, তারপর যদি তাহাদের সহিত মিলিত হও, তবে তাহাদের সাথেও নামায পড়িয়া নিবে, কখনও বলিবে না যে, আমি তো নামায পড়িয়া নিয়াছি, তাই আর পুনরায় পড়িব না। ১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ تَحْرِيكِ الرَّأْسِ وَعَضِّ الشَّفَتَيْنِ عِنْدَ التَّعَجُّبِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ الصَّامِتِ قَالَ: سَأَلْتُ خَلِيلِي أَبَا ذَرٍّ، فَقَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَحَرَّكَ رَأْسَهُ، وَعَضَّ عَلَى شَفَتَيْهِ، قُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي آذَيْتُكَ؟ قَالَ: لاَ، وَلَكِنَّكَ تُدْرِكُ أُمَرَاءَ أَوْ أَئِمَّةً يُؤَخِّرُونَ الصَّلاَةَ لِوَقْتِهَا، قُلْتُ: فَمَا تَأْمُرُنِي؟ قَالَ: صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّهِ، وَلاَ تَقُولَنَّ: صَلَّيْتُ، فَلاَ أُصَلِّي.
তাহকীক: