আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯১৯
৪১১. জিনের আছর হইতে বাচিবার অহেতুক তদবীর
৯১৯. হযরত আলকামা তাহার, মাতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, কাহারও সন্তান ভূমিষ্ঠ ইইলে হযরত আয়েশা (রাযিঃ)এর-কছে নীত হইত। তিনি তাহার জন্য বরকতের দুআ করিতেন। একদা আমি একটি নবজাত শিশুকে নিয়া তাঁহার কাছে উপস্থিত করিলাম। তিনি তাহার বালিশ ধরিতেই একটি ক্ষুর তাহার শিয়রের নিচ হইতে বাহির হইয়া পড়িল। তিনি তখন তাহাদিগকে ক্ষুর সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিল, আমরা জিনের অনিষ্ট হইতে নবজাতককে বাঁচাইবার জন্য উহা রাখিয়া থাকি। তিনি ক্ষুর তুলিয়া দূরে নিক্ষেপ করিয়া দিলেন এবং এইরূপ করিতে বারণ করিয়া দিলেন। তখন তিনি বলিলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) অশুভ-লক্ষণ ধরা অপছন্দ করিতেন এবং কাহাকেও এইরূপ করিতে দেখিলে অসন্তুষ্ট হইতেন। হযরত আয়েশা (রাযিঃ) এইরূপ করিতে বারণ করিতেন।
بَابُ الطِّيَرَةِ مِنَ الْجِنِّ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تُؤْتَى بِالصِّبْيَانِ إِذَا وُلِدُوا، فَتَدْعُو لَهُمْ بِالْبَرَكَةِ، فَأُتِيَتْ بِصَبِيٍّ، فَذَهَبَتْ تَضَعُ وِسَادَتَهُ، فَإِذَا تَحْتَ رَأْسِهِ مُوسَى، فَسَأَلَتْهُمْ عَنِ الْمُوسَى، فَقَالُوا‏:‏ نَجْعَلُهَا مِنَ الْجِنِّ، فَأَخَذَتِ الْمُوسَى فَرَمَتْ بِهَا، وَنَهَتْهُمْ عَنْهَا وَقَالَتْ‏:‏ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ الطِّيَرَةَ وَيُبْغِضُهَا، وَكَانَتْ عَائِشَةُ تَنْهَى عَنْهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান