আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯২০
৪১২- শুভ লক্ষণ।
৯২০. হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলেনঃ সংক্রমণ বলিতে কিছু নাই বা অশুভ লক্ষণ বলিতেও কিছু নাই । সুন্দর শব্দাশ্রিত শুভ লক্ষণই আমি ভালবাসি ।
بَابُ الْفَأْلِ
حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ لاَ عَدْوَى، وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ، الْكَلِمَةُ الْحَسَنَةُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯২১
৪১২- শুভ লক্ষণ।
৯২১. হাব্বা তামীমী বলেন, তাহার পিতা তাহাকে বলিয়াছেনঃ তিনি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ জন্তু বা পেঁচকে শুভাশুভের কিছু নাই। শুভ নির্ণয়ে ফালই হইতেছে সবচাইতে বেশী নির্ভরযোগ্য এবং বদনজর সত্য। অর্থাৎ উহা ভিত্তিহীন নহে।
(ব্যাখ্যা : জীবজন্তুর চলাচল বা আওয়াজকে অনেক সময় অশুভ মনে করা হইয়া থাকে। যেমন সম্মুখ দিয়া বিড়াল অতিক্রম করিলে, পেঁচার শব্দ করিয়া উঠিলে বা কাকের রব শুনিলে অনেকে ইহাকে অশুভ লক্ষণ মনে করিয়া যাত্রা স্থগিত রাখে। ইহা নেহায়েত অর্থহীন। বাংলাদেশের কোন কোন এলাকায় খালি কলসি কাঁখে কোন রমণীকে যাইতে দেখিলেও ইহাকে অশুভ জ্ঞান করিয়া থাকে। আসলে শরী’আতের দৃষ্টিতে উহার কোনই মূল্য নাই।)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ‏:‏ حَدَّثَنِي حَيَّةُ التَّمِيمِيُّ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ لاَ شَيْءَ فِي الْهَامِّ، وَأَصْدَقُ الطِّيَرَةِ الْفَأْلُ، وَالْعَيْنُ حَقٌّ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান