আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯১৮
৪১০. অশুভ লক্ষণ যাহারা ধরে না তাহাদের মাহাত্ম্য
৯১৮. হযরত আব্দুল্লাহ (ইব্ন মাসউদ) (রাযিঃ) বলেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ একদা হজ্জের মওসূমে আমার উম্মাতকে আমার সম্মুখে (রূপকভাবে) পেশ করা হইল । আমার উম্মাতের সংখ্যাধিক্য দেখিয়া আমি মুগ্ধ হইলাম। সমভূমি ও পাহাড় পর্বত তাহাদের দ্বারা পরিপূর্ণ দেখিতে পাইলাম। আমাকে জিজ্ঞাসা করা হইল, হে মুহাম্মাদ! আপনি কি সন্তষ্ট হইলেন ? আমি বলিলামঃ জি হ্যাঁ। প্রভু বললেনঃ উপরন্তু ইহাদের সাথে রহিয়াছে সেই সত্তর হাজার ও যাহারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তাহারা হইতেছে যাহারা (চিকিৎসার্থে) ঝাড়ফুঁক করায় না, শরীরে দাগ দেওয়ায় না এবং অশুভ লক্ষণ ধরে না বরং তাহাদের প্রভু পরোয়ারদিগারের উপরই তাওয়াক্কুল (নির্ভর) করে। তখন (সাহাবী) উক্কাশা (রাযিঃ) বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! দুআ করুন আল্লাহ্ যেন আমাকে সেই দলের অন্তর্ভুক্ত করেন। তিনি দুআ করিলেনঃ প্রভু, উক্কাশাকে উহাদের অন্তর্ভুক্ত কর। তখন অপর এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্যও দুআ করুন যেন আল্লাহ্ আমাকেও উহাদের অন্তর্ভুক্ত করেন। বলিলেনঃ উক্কাশা তোমার পূর্বেই এই ব্যাপারে অগ্রেগামী হইয়া গিয়াছে।
অপর একটি সূত্রেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে।
অপর একটি সূত্রেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে।
بَابُ فَضْلِ مَنْ لَمْ يَتَطَيَّرْ
حَدَّثَنَا حَجَّاجٌ، وَآدَمُ، قَالاَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ بِالْمَوْسِمِ أَيَّامَ الْحَجِّ، فَأَعْجَبَنِي كَثْرَةُ أُمَّتِي، قَدْ مَلَأُوا السَّهْلَ وَالْجَبَلَ، قَالُوا: يَا مُحَمَّدُ، أَرَضِيتَ؟ قَالَ: نَعَمْ، أَيْ رَبِّ، قَالَ: فَإِنَّ مَعَ هَؤُلاَءِ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، وَهُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ وَلاَ يَكْتَوُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ، قَالَ عُكَّاشَةُ: فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ، فَقَالَ رَجُلٌ آخَرُ: ادْعُ اللَّهَ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ. حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، وَهَمَّامٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاقَ الْحَدِيثَ

তাহকীক:
তাহকীক চলমান
