আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৩৯
৩৬৯- আফলাহ নাম।
৮৩৯. হযরত জাবির (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমি যদি জীবিত থাকি তবে আল্লাহ্ চাহেত আমার উম্মাতকে এই মর্মে নিষেধ করিব যে, তোমাদের মধ্যকার কাহারও যেন বরকত, নাফি’ (উপকারী) ও আফলাহ্ (সফলকাম) না রাখে।
بَابُ أَفْلَحَ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنْ عِشْتُ نَهَيْتُ أُمَّتِي، إِنْ شَاءَ اللَّهُ، أَنْ يُسَمِّي أَحَدُهُمْ بَرَكَةَ، وَنَافِعًا، وَأَفْلَحَ، وَلاَ أَدْرِي قَالَ: رَافِعًا أَمْ لاَ؟، يُقَالُ: هَا هُنَا بَرَكَةُ؟ فَيُقَالُ: لَيْسَ هَا هُنَا، فَقُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮৪০
৩৬৯- আফলাহ নাম।
৮৪০. হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ইয়া’লা, বরকত, নাফি, ইয়াসার, আফ্লাহ্ প্রভৃতি নাম রাখিতে বারণ করিতে মনস্থ করিয়াছিলেন। অতঃপর এই ব্যাপারে মৌনতা অবলম্বন করেন এবং আর কিছু বলেন নাই।
حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ: أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْهَى أَنْ يُسَمَّى بِيَعْلَى، وَبِبَرَكَةَ، وَنَافِعٍ، وَيَسَارٍ، وَأَفْلَحَ، وَنَحْوَ ذَلِكَ، ثُمَّ سَكَتَ بَعْدُ عَنْهَا، فَلَمْ يَقُلْ شَيْئًا.

তাহকীক:
তাহকীক চলমান