আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৩৯
৩৬৯- আফলাহ নাম।
৮৩৯. হযরত জাবির (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমি যদি জীবিত থাকি তবে আল্লাহ্ চাহেত আমার উম্মাতকে এই মর্মে নিষেধ করিব যে, তোমাদের মধ্যকার কাহারও যেন বরকত, নাফি’ (উপকারী) ও আফলাহ্ (সফলকাম) না রাখে।
بَابُ أَفْلَحَ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبِي، قَالَ‏:‏ حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِنْ عِشْتُ نَهَيْتُ أُمَّتِي، إِنْ شَاءَ اللَّهُ، أَنْ يُسَمِّي أَحَدُهُمْ بَرَكَةَ، وَنَافِعًا، وَأَفْلَحَ، وَلاَ أَدْرِي قَالَ‏:‏ رَافِعًا أَمْ لاَ‏؟‏، يُقَالُ‏:‏ هَا هُنَا بَرَكَةُ‏؟‏ فَيُقَالُ‏:‏ لَيْسَ هَا هُنَا، فَقُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাবী বলেনঃ তিনি রাফি’ নামের কথা এ প্রসঙ্গে বলিয়াছেন কিনা তাহা আমার স্মরণ পড়িতেছে না। (এইরূপ নাম রাখিলে) কেহ বলিতঃ এখানে বরকত আছে নাকি ? জবাবে অপর একজন বলিত না, এখানে বরকত নাই। (ইহাতে প্রকারান্তরে কোন স্থানকে বরকত শূন্য বলিয়াই ঘোষণা করা হইত, যাহা মোটেই শোভনীয় নহে।) অতঃপর এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারির পূর্বেই তিনি ওফাত প্রাপ্ত হন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান