আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৩৭
৩৬৮- "বাররা" নাম।
৮৩৭. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন যে, (উম্মুল মুমিনীন) হযরত জুওয়ায়রিয়ার নাম প্রথমে বার্রা (পুণ্যবর্তী) ছিল। অতঃপর নবী করীম (ﷺ) তাহার নামকরণ করেন জুওয়ায়রিয়া।
بَابُ بَرَّةَ
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى آلِ طَلْحَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ اسْمَ جُوَيْرِيَةَ كَانَ بَرَّةَ، فَسَمَّاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم جُوَيْرِيَةَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩৮
৩৬৮- "বাররা" নাম।
৮৩৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত মায়মূনার নাম প্রথমে বার্রা ছিল। নবী করীম (ﷺ) তাহার নামকরণ করেন মায়মূনা।
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ كَانَ اسْمُ مَيْمُونَةَ بَرَّةَ، فَسَمَّاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مَيْمُونَةَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান