আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৩৫
৩৬৭- জাহম নাম রাখা।
৮৩৫. হযরত বাশীর ইব্ন নাহীক (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর দরবারে উপস্থিত হইলেন। তিনি তখন জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি ? তিনি (নোহাইক) বললেনঃ যাহাম (অর্থ জটচাপ)। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ না বরং তোমার নাম বাশীর (সুসংবাদ্দাতা)। এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) কোথায় যেন যাইতে উদ্যত হইলেন। আমিও তাঁহার পিছনে পিছনে চলিলাম। এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কি হে খাসাসিয়ার পুত্র, তুমি কি আল্লাহ্র কাজে দোষ খুঁজিয়া বেড়াও আর এই উদ্দেশ্যেই কি তুমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছন পিছন যাইতেছ? আমি বলিলাম, আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হউন হে আল্লাহ্র রাসূল, আমার কী সাধ্য যে আল্লাহ্র কাজে দোষ ধরি অথচ (আল্লাহ্র অসীম দয়ায়) আমি সর্বপ্রকার মঙ্গল লাভ করিয়াছি। অতঃপর তাহার চলার পথে মুশরিকদের কবরস্থান পড়িল। তিনি বলিলেনঃ উহারা প্রভূত মঙ্গল হারাইয়াছে। (অর্থাৎ ইসলাম গ্রহণের সুযোগ হারাইয়াছে)। অতঃপর মুসলমানদের একটি কবরস্থান তাহার পথে পড়িল। তখন তিনি বলিলেনঃ উহারা প্রভূত মঙ্গল লাভে ধন্য হইয়াছে। এমন সময় চপ্পল পরিহিত এক ব্যক্তি কবর স্থানের মধ্য দিয়া অতিক্রম করিতে দেখা গেল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ওহে চপ্পলওয়ালা, চপ্পল খোল। তখন সে ব্যক্তি তাহার চপ্পল জোড়া খুলিয়া ফেলিল।
بَابُ زَحْمٍ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ شَيْبَانَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ سُمَيْرٍ قَالَ: حَدَّثَنِي بَشِيرُ بْنُ نَهِيكٍ، قَالَ: حَدَّثَنَا بَشِيرٌ قَالَ: أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: زَحْمٌ، قَالَ: بَلْ أَنْتَ بَشِيرٌ، فَبَيْنَمَا أَنَا أُمَاشِي النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا ابْنَ الْخَصَاصِيَةِ، مَا أَصْبَحْتَ تَنْقِمُ عَلَى اللهِ؟ أَصْبَحْتَ تُمَاشِي رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قُلْتُ: بِأَبِي وَأُمِّي، مَا أَنْقِمُ عَلَى اللهِ شَيْئًا، كُلَّ خَيْرٍ قَدْ أَصَبْتُ. فَأَتَى عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ: لَقَدْ سَبَقَ هَؤُلاَءِ خَيْرًا كَثِيرًا، ثُمَّ أَتَى عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ: لَقَدْ أَدْرَكَ هَؤُلاَءِ خَيْرًا كَثِيرًا، فَإِذَا رَجُلٌ عَلَيْهِ سِبْتِيَّتَانِ يَمْشِي بَيْنَ الْقُبُورِ، فَقَالَ: يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ، أَلْقِ سِبْتِيَّتَكَ، فَخَلَعَ نَعْلَيْهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩৬
৩৬৭- জাহম নাম রাখা।
৮৩৬. উবায়দুল্লাহ্ ইব্ন ইয়াদ (রাযিঃ) তদীয় পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, (উক্ত) বাশীর (রাযিঃ)-এর স্ত্রী লায়লা তাহার প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন যে, পূর্বে তাহার নাম জাহাম ছিল। নবী করীম (ﷺ) তাহার নামকরণ করেন বাশীর।
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ إِيَادٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ لَيْلَى امْرَأَةَ بَشِيرٍ تُحَدِّثُ، عَنْ بَشِيرِ ابْنِ الْخَصَاصِيَةِ، وَكَانَ اسْمُهُ زَحْمًا، فَسَمَّاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَشِيرًا.

তাহকীক:
তাহকীক চলমান