আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৩৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৬৬- নাম সংক্ষিপ্ত করিয়া ডাকা
৮৩৩. আবু সালামা (রাহঃ) বলেন, হযরত আয়েশা (রাযিঃ) বলিয়াছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একদা আমাকে বলিলেনঃ হে আয়েশা! ইনি হইতেছেন জিবরাঈল, তিনি তোমাকে সালাম বলিতেছেন। তখন তিনি উত্তরে বলেন, তাঁহার প্রতিও সালাম এবং আল্লাহ্‌র রহমত হউক। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আর তিনি এমন সব বস্তু দেখিতে পান যাহা আমার দৃষ্টিগোচর হয় না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ دَعَا صَاحِبَهُ فَيَخْتَصِرُ وَيَنْقُصُ مِنَ اسْمِهِ شَيْئًا
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ يَا عَائِشُ، هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ، قَالَتْ‏:‏ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، قَالَتْ‏:‏ وَهُوَ يَرَى مَا لا أَرَى‏.‏
হাদীস নং: ৮৩৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৬৬- নাম সংক্ষিপ্ত করিয়া ডাকা
৮৩৪. উম্মে কুলসুম বিনতে সামামা হজ্জ উপলক্ষে (বাস্‌রা হইতে মদীনা) আগমন করিলে তাহার ভাই মাখারিখ ইব্‌ন সামামা তাহাকে বলেন, হযরত আয়েশার নিকট উপস্থিত হইয়া হযরত উসমান (রাযিঃ) সম্পর্কে জিজ্ঞাসা কর। কেননা লোক আসিয়া তাহার সম্পর্কে আমার কাছে নানা কথা বলিয়া থাকে। উম্মু কুলসুম (রাযিঃ) বলেন, (আমার ভাইয়ের কথা অনুসারে) আমি তাহার (হযরত) আয়েশার খেদমতে উপস্থিত হইলাম এবং আরয করিলাম (মুসলিম কূল জননী) আপনার কোন এক পুত্র আপনাকে সালাম জানাইয়াছেন, তাহারা হযরত উসমান ইব্‌ন আফফান (রাযিঃ) সম্পর্কে আপনাকে আমার মাধ্যমে প্রশ্ন করিয়াছেন। জবাবে তিনি বলিলেনঃ ওয় আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি, তাহার উপরও শান্তি এবং আল্লাহ্‌র রহমত বর্ষিত হউক। তিনি বলিলেনঃ আমি সাক্ষ্য দিতেছি, আমি হযরত উসমান (রাযিঃ) এবং আল্লাহ্‌র নবী (ﷺ)-কে এই ঘরের মধ্যেই এক গরমের রাত্রিতে একত্রে দেখিয়াছি। জিব্‌রাঈল (আ) তখন তাহার নিকট ওহী পৌছাইতে ছিলেন আর নবী করীম (ﷺ) তাহার হাত অথবা কাধের উপর চপেটাঘাত করিয়া বলিতেছিলেনঃ লিখিয়া লও হে উসমান! জানিয়া রাখ, আল্লাহ্ তাআলা কাহারো প্রতি অতি সদয় না হইলে তাহার নবীর পক্ষ হইতে এমন মর্যাদা তাহাকে দিতে পারেন না। সুতরাং যে উসমান (রাযিঃ)-কে গালি দেয় তাহার প্রতি আল্লাহ্‌র লা’নত।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْيَشْكُرِيُّ الْبَصْرِيُّ قَالَ‏:‏ حَدَّثَتْنِي جَدَّتِي أُمُّ كُلْثُومٍ بِنْتُ ثُمَامَةَ، أَنَّهَا قَدِمَتْ حَاجَّةً، فَإِنَّ أَخَاهَا الْمُخَارِقَ بْنَ ثُمَامَةَ قَالَ‏:‏ ادْخُلِي عَلَى عَائِشَةَ، وَسَلِيهَا عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَإِنَّ النَّاسَ قَدْ أَكْثَرُوا فِيهِ عِنْدَنَا، قَالَتْ‏:‏ فَدَخَلْتُ عَلَيْهَا فَقُلْتُ‏:‏ بَعْضُ بَنِيكِ يُقْرِئُكِ السَّلاَمَ، وَيَسْأَلُكِ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَتْ‏:‏ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ، قَالَتْ‏:‏ أَمَّا أَنَا فَأَشْهَدُ عَلَى أَنِّي رَأَيْتُ عُثْمَانَ فِي هَذَا الْبَيْتِ فِي لَيْلَةٍ قَائِظَةٍ، وَنَبِيُّ اللهِ صلى الله عليه وسلم وَجِبْرِيلُ يُوحِي إِلَيْهِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَضْرِبُ كَفَّ، أَوْ كَتِفَ، ابْنِ عَفَّانَ بِيَدِهِ‏:‏ اكْتُبْ، عُثْمُ، فَمَا كَانَ اللَّهُ يُنْزِلُ تِلْكَ الْمَنْزِلَةَ مِنْ نَبِيِّهِ صلى الله عليه وسلم إِلاَّ رَجُلاً عَلَيْهِ كَرِيمًا، فَمَنْ سَبَّ ابْنَ عَفَّانَ فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ‏.‏
tahqiq

তাহকীক: