আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮১৮
৩৫৪- নবী করীম (ﷺ) ভাল নাম পছন্দ করিতেন
৮১৮. হযরত আবু হাদরদ (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমার এই উটনী কে হাঁকাইবে (অর্থাৎ চরাইবার জন্য লইয়া যাইবে) ? এক ব্যক্তি উঠিয়া বলিল, আমি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে ব্যক্তি বলিল, অমুক নাম। বলিলেনঃ তুমি বসিয়া পড়। অতঃপর আর এক ব্যক্তি উঠিয়া বলিল, আমি। বলিলেনঃ তোমার নাম ? সে ব্যক্তি বলিল, অমুক নাম। তাহাকেও বলিলেনঃ তুমিও বসিয়া পড়। অতঃপর তৃতীয় আর এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম ? সে ব্যক্তি বলিল, আমার নাম নাজিয়া (মুক্তি প্রাপ্ত)। তিনি বলিলেনঃ হ্যাঁ তুমিই উহার যোগ্য পাত্র। তুমিই উটনী লইয়া যাও চরীতে।
بَابُ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الاسْمُ الْحَسَنُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ‏:‏ حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمْلُ بْنُ بَشِيرِ بْنِ أَبِي حَدْرَدٍ قَالَ‏:‏ حَدَّثَنِي عَمِّي، عَنْ أَبِي حَدْرَدٍ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ مَنْ يَسُوقُ إِبِلَنَا هَذِهِ‏؟‏ أَوْ قَالَ‏:‏ مَنْ يُبَلِّغُ إِبِلَنَا هَذِهِ‏؟‏ قَالَ رَجُلٌ‏:‏ أَنَا، فَقَالَ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ قَالَ‏:‏ فُلاَنٌ، قَالَ‏:‏ اجْلِسْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ قَالَ‏:‏ فُلاَنٌ، فقَالَ‏:‏ اجْلِسْ، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ قَالَ‏:‏ نَاجِيَةُ، قَالَ‏:‏ أَنْتَ لَهَا، فَسُقْهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান