আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮১৯
৩৫৫- দ্রুত হ্যাঁটা
৮১৯. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমাদের দিকে দ্রুত হ্যাঁটিয়া আসিলেন। আমরা তখন বসা অবস্থায় ছিলাম। তাহার এই দ্রুত হ্যাঁটা দেখিয়া (এক অজানিত আশংকা) আমরা শিহরিয়া উঠিলাম। তিনি আমাদের কাছে আসিয়া পৌছিলেন, এবং সালাম করিলেন। অতঃপর বলিলেনঃ আমি তোমাদের দিকে দ্রুতপদে আসিলাম এই উদ্দেশ্যে যে, তোমাদিগকে ‘লাইলাতুল কাদর’ সম্পর্কে অবহিত করিব কিন্তু তোমাদের কাছে পৌছিতে পৌছিতেই উহা বিস্মৃত হইয়া গিয়াছি। তোমরা উহা রমযানের শেষ দশকে খুঁজিয়া লইবে।
بَابُ السُّرْعَةِ فِي الْمَشْيِ
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ قَابُوسَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ أَقْبَلَ نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم مُسْرِعًا وَنَحْنُ قُعُودٌ، حَتَّى أَفْزَعَنَا سُرْعَتُهُ إِلَيْنَا، فَلَمَّا انْتَهَى إِلَيْنَا سَلَّمَ، ثُمَّ قَالَ‏:‏ قَدْ أَقْبَلْتُ إِلَيْكُمْ مُسْرِعًا، لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، فَنَسِيتُهَا فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأوَاخِرِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান