আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৮৬
৩৩৭- তােমার শত্রুর অমঙ্গল হউক বলা
৭৮৬. হযরত আব্দুল আযীয (রাহঃ) বলেন, একদা হযরত আবু হুরায়রা (রাযিঃ) আমাদের ঘরে রাত্রি যাপন করেন। সে রাত্রে তিনি একটি উজ্জ্বল নক্ষেত্রের দিকে তাকাইয়া বলিলেনঃ আবু হুরায়রার প্রাণ যাহার হাতে সেই সত্তার কসম, অনেক প্রভাব প্রতিপত্তিশালী ও আমলওয়ালা লােক এমন আছে যাহারা ঐ উজ্জ্বল নক্ষত্রের কাছে গিয়া লটকাইতে চাহিবে, ইহাতে যদিও তাহাদের প্রভাব প্রতিপত্তি ও আমল হারাইতেও হয় তবুও তাহারা উহা কামনা করিবে। অতঃপর তিনি আমার দিকে তাকাইয়া বলিলেনঃ তােমার মঙ্গল হউক। আচ্ছা বলতাে প্রাচ্যবাসীরা কি তাহাদের এই প্রাচ্যেই বসিয়া সব কিছু পায় নাই? (অর্থাৎ তাহারা কি সবকিছু ভােগ করিতেছে না?) আমি বলিলাম, জী হ্যা! আল্লাহ্ তাহাদের অমঙ্গল করুন এবং বিহিত ব্যবস্থা করুন। আবু হুরায়রা (রাযিঃ) বলিলেন ও আবু হুরায়রার প্রাণ যাহার হাতে সেই পবিত্র সত্তার কসম তাহাদিগকে হাকাইবে ব্যক্তিমতে প্রশস্ত চেহারা বিশিষ্ট ক্রুর স্বভাবের লােকেরা যে পর্যন্ত না কৃষকদের তাহাদের খামার এবং পশু পালকদের তাহাদের পশুপালের সঙ্গে মিশাইয়া না দিবে। (অর্থাৎ এইরূপ লােকের হাতে তাহাদের শাসনভার অর্পিত হইবে।)
بَابُ قَوْلِ الرَّجُلِ: لا بُلَّ شَانِئُكَ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا الصَّعْقُ قَالَ: سَمِعْتُ أَبَا جَمْرَةَ قَالَ: أَخْبَرَنِي أَبُو عَبْدِ الْعَزِيزِ قَالَ: أَمْسَى عِنْدَنَا أَبُو هُرَيْرَةَ، فَنَظَرَ إِلَى نَجْمٍ عَلَى حِيَالِهِ فَقَالَ: وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ، لَيَوَدَّنَّ أَقْوَامٌ وَلَوْا إِمَارَاتٍ فِي الدُّنْيَا وَأَعْمَالاً أَنَّهُمْ كَانُوا مُتَعَلِّقِينَ عِنْدَ ذَلِكَ النَّجْمِ، وَلَمْ يَلُوا تِلْكَ الإِمَارَاتِ، وَلاَ تِلْكَ الأَعْمَالَ. ثُمَّ أَقْبَلَ عَلَيَّ فَقَالَ: لاَ بُلَّ شَانِئُكَ، أَكُلُّ هَذَا سَاغَ لأَهْلِ الْمَشْرِقِ فِي مَشْرِقِهِمْ؟ قُلْتُ: نَعَمْ وَاللَّهِ، قَالَ: لَقَدْ قَبَّحَ اللَّهُ وَمَكَرَ، فَوَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ، لَيَسُوقُنَّهُمْ حُمُرًا غِضَابًا، كَأَنَّمَا وُجُوهُهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ، حَتَّى يُلْحِقُوا ذَا الزَّرْعِ بِزَرْعِهِ، وَذَا الضَّرْعِ بِضَرْعِهِ.

তাহকীক:
তাহকীক চলমান