আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮৪
৩৩৬- কেউ কারে নিকট কিছু চাইলে সরাসরি চাইবে, তার চাটুকারিতা করবে না।
৭৮৪. হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, তােমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন কাহারও নিকট কিছু চাহিবে সে যেন সােজাসুজি উহা চাহিয়া বসে, কেননা তাহার জন্য ভাগ্যে যাহা নির্ধারিত আছে উহা সে পাইবেই। তােমাদের মধ্যকার কেহ যেন তাহার কোন সাথীর নিকট গিয়া তাহার খােশামােদ তােষামােদ করিয়া তাহার পিঠে ছুরিকাঘাত না করে। ১
بَابُ إِذَا طَلَبَ فَلْيَطْلُبْ طَلَبًا يَسِيرًا وَلا يَمْدَحُهُ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ‏:‏ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ‏:‏ إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلاَ يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ، فَيَقْطَعَ ظَهْرَهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৮৫
৩৩৬- কেউ কারে নিকট কিছু চাইলে সরাসরি চাইবে, তার চাটুকারিতা করবে না।
৭৮৫. হযরত আবু উযযা ইয়াসার ইবন আব্দুল্লাহ্ আল-হুযালী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যখন তাঁহার কোন বান্দাকে কোন স্থানে মৃত্যুদান করিতে চাহেন তখন তাহাকে সেখানে নিয়া উপস্থিত করেন অথবা সেখানে তাহার কোন প্রয়ােজনই তাহাকে লইয়া যায়।
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِي عَزَّةَ يَسَارِ بْنِ عَبْدِ اللهِ الْهُذَلِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ، جَعَلَ لَهُ بِهَا، أَوْ‏:‏ فِيهَا أ حَاجَةً‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান