আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮৩
৩৩৫- তােমার মঙ্গল হউক বলা
৭৮৩. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হইয়া আরয করিল, ইয়া রাসূলাল্লাহ্! পুণ্যলাভের দিক হইতে কোন্ সাদাকা দান উত্তম ? তিনি বলিলেন ও তােমার মঙ্গল হউক, অবশ্যই তােমাকে উহা বলিব। সেই সাদাকাই হইতেছে উত্তম যাহা তুমি সুস্থ অবস্থায় দান কর অথচ তােমার অন্তরে তখন কার্পণ্য ভাবও আছে আর তুমি দৈন্যও অনুভব কর আর না দিলে তােমার প্রাচুর্য অক্ষুণ্ন থাকিবে বলিয়া মনে কর। (দানের ব্যাপারে) তুমি এখন সময়ের অপেক্ষায় থাকিও না যে, যখন তােমার প্রাণ কণ্ঠগত হইবে আর তখন তুমি বলিবে অমুকের জন্য এতটা আর তমুকের জন্য অতটা অথচ প্রকৃতপক্ষে তখন উহা অমুক তমুকের হইয়াই গিয়াছে। (অর্থাৎ জীবনের অন্তিম মুহূর্তে যখন নিজের ভােগ দখলের সময় অতিবাহিত হইয়া সম্পত্তি পরের ভােগের লাগিবার সময় হইয়া পড়ে তখন আর দানের সার্থকতা কোথায় ?)
بَابُ قَوْلِ الرَّجُلِ‏:‏ لا وَأَبِيكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ يَا رَسُولَ اللهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ أَجْرًا‏؟‏ قَالَ‏:‏ أَمَا وَأَبِيكَ لَتُنَبَّأَنَّهُ‏:‏ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ، وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ‏:‏ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفلانٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা