আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮৭
৩৩৮- কেউ যেন এভাবে না বলে, আল্লাহ ও অমুক।
৭৮৭. ইবন জুরায়জ বলেন, আমি শুনিলাম ইবন উমর (রাযিঃ) মুগীস ইবন উমরকে তাঁহার মনিব সম্পর্কে জিজ্ঞাসা করিতেছেন (সম্ভবত তাহার প্রতি মনিবের ব্যবহার সম্পর্কে) তিনি জবাব দিলেন, আল্লাহ্ ও অমুক। তখন ইবন উমর (রাযিঃ) বলিলেনঃ এইরূপ বলিবে না। আল্লাহর সহিত কাহাকেও মিলাইবে না বরং এইরূপ বলিবে আল্লাহর পর অমুক!
بَابُ لا يَقُولُ الرَّجُلُ‏:‏ اللَّهُ وَفُلانٌ
حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ‏:‏ سَمِعْتُ مُغِيثًا يَزْعُمُ، أَنَّ ابْنَ عُمَرَ سَأَلَهُ‏:‏ مَنْ مَوْلاَهُ‏؟‏ فَقَالَ‏:‏ اللَّهُ وَفُلاَنٌ، قَالَ ابْنُ عُمَرَ‏:‏ لاَ تَقُلْ كَذَلِكَ، لاَ تَجْعَلْ مَعَ اللهِ أَحَدًا، وَلَكِنْ قُلْ‏:‏ فُلاَنٌ بَعْدَ اللهِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান