আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৫৩
৩১৮- কারো নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করা।
৭৫৩. হযরত সাওবান (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সর্বোত্তম দীনার (মুদ্রা) হইতেছে উহা যাহা কোন ব্যক্তি তাহার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে এবং সেই দীনার যাহা সে তাহার সাথীদের জন্য আল্লাহর পথে ব্যয় করে এবং সেই দীনার যাহা সে তাহার বাহন জন্তুর জন্য আল্লাহর পথে ব্যয় করে। হাদীসের এক পর্যায়ের রাবী আবু কিলাবা বলেনঃ এখানে পরিবার-পরিজন হইতে শুরু করিয়াছেন। এবং সেই ব্যক্তি হইতে বড় সাওয়াব আর কে পাইতে পারে যে ব্যক্তি তাহার পরিবারের স্বল্পবয়স্কদের জন্য ব্যয় করে যাবত না আল্লাহ্ তাআলা তাহাদিগকে স্বাবলম্বী করিয়া দেন।
بَابُ نَفَقَةِ الرَّجُلِ عَلَى أَهْلِهِ
حَدَّثَنَا حَجَّاجٌ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلابَةَ ، عَنْ أَبِي أَسْمَاءَ ، عَنْ ثَوْبَانَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ مِنْ أَفْضَلِ دِينَارٍ أَنْفَقَهُ الرَّجُلُ عَلَى عِيَالِهِ ، وَدِينَارٌ أَنْفَقَهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ ، وَدِينَارٌ أَنْفَقَهُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ " ، قَالَ أَبُو قِلابَةَ : وَبَدَأَ بِالْعِيَالِ ، وَأَيُّ رَجُلٍ أَعْظَمُ أَجْرًا مِنْ رَجُلٍ يُنْفِقُ عَلَى عِيَالٍ صِغَارٍ حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৭৫৪
৩১৮- কারো নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করা।
৭৫৪. হযরত আবু মাসউদ বাদরী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি পুণ্য লাভের আশায় ও নিয়ত যাহা তাহার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে উহা তাহার জন্য সাদাকা স্বরূপ।
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ يُحَدِّثُ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ أَنْفَقَ نَفَقَةً عَلَى أَهْلِهِ، وَهُوَ يَحْتَسِبُهَا، كَانَتْ لَهُ صَدَقَةً.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৭৫৫
৩১৮- কারো নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করা।
৭৫৫. মুহাম্মাদ ইবন মুনকাদির হযরত জাবিরের প্রমুখাৎ বর্ণনা করেন যে, এক ব্যক্তি বলিলঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে একটা দীনার আছে। তিনি বলিয়াছেনঃ উহা তুমি তােমার নিজের জন্য ব্যয় কর। সে ব্যক্তি বলিল, আমার কাছে অপর একটি মুদ্রা রহিয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তবে তুমি উহা তােমার খাদেমের (ভূত্যের) জন্য ব্যয় কর অথবা তিনি তাহার ছেলের কথাও বলিয়া থাকিতে পারেন। সে ব্যক্তি বলিল, আমার কাছে আরাে একটি আছে। বলিলেন ও উহা আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও। আর উহা হইতেছে সর্ব নিকৃষ্ট। (অর্থাৎ উপরের খাতসমূহ হইতে এই খাতের সাওয়াব কম হইবে।)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَافِعٍ إِسْمَاعِيلُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، عِنْدِي دِينَارٌ؟ قَالَ: أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ، قَالَ: عِنْدِي آخَرُ، فَقَالَ: أَنْفِقْهُ عَلَى خَادِمِكَ، أَوْ قَالَ: عَلَى وَلَدِكَ، قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: ضَعْهُ فِي سَبِيلِ اللهِ، وَهُوَ أَخَسُّهَا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৫৬
৩১৮- কারো নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করা।
৭৫৬. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ চারটি দীনারের একটি তুমি কোন নিঃস্বকে দান করিয়াছ,. একটি দ্বারা গােলাম আযাদ করিয়াছ, একটি আল্লাহর পথে ব্যয় করিয়াছ এবং একটি তুমি তােমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করিয়াছ। তন্মধ্যে যে দীনারটি তুমি তােমার পরিবার- পরিজনের জন্য ব্যয় করিয়াছ উহাই সর্বোত্তম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُزَاحِمِ بْنِ زُفَرَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: أَرْبَعَةُ دَنَانِيرَ: دِينَارًا أَعْطَيْتَهُ مِسْكِينًا، وَدِينَارًا أَعْطَيْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارًا أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارًا أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَفْضَلُهَا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ.

তাহকীক:
তাহকীক চলমান
