আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩১৯- প্রত্যেক জিনিসের সওয়াব আছে, এমনকি কোন ব্যক্তির নিজ স্ত্রীর মুখে তুলে দেয়া গ্রাসেও।
৭৫৭. হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) তাহাকে সম্বাধন করিয়া বলেনঃ হে সাদ! আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তুমি যাহাই ব্যয় কর তাহাতেই তােমার সাওয়াব হইয়া থাকে। এমন কি তুমি তােমার স্ত্রীর মুখে যে গ্রাসটি তুলিয়া দাও উহাতেও।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ حَتَّى اللُّقْمَةُ يَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِهِ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ‏:‏ حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِسَعْدٍ‏:‏ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ عَزَّ وَجَلَّ إِلاَّ أُجِرْتَ بِهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ‏.‏