আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৪২
৩০৭- মৃত ব্যক্তির গীবত।
৭৪২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, মাইয ইবন মালিক আসলামী নবী করীম (ﷺ)-এর দরবারে উপস্থিত হইলেন এবং নবী করীম (ﷺ) চতুর্থবার তাহাকে (ব্যভিচারের স্বীকারােক্তির পরিপ্রেক্ষিতে) প্রস্তরাঘাতে হত্যার আদেশ দিলেন। অতঃপর নবী করীম (ﷺ) তাঁহার কতিপয় সাহাবী তাঁহার পাশ দিয়া অতিক্রম করিতেছিলেন। তখন তাহাদের মধ্যকার একজন বলিয়া উঠিলেন, এই বিশ্বাসঘাতকটা কয়েকবারই নবী করীম (ﷺ)-এর দরবারে উপনীত হয় এবং প্রত্যেকবারই রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে ফিরিয়া যাইতে বলেন, অতঃপর যেভাবে কুকুর হত্যা করা হয়, তেমনি তাহাকে হত্যা করা হয়। নবী করীম (ﷺ) তাহাদের কথা শুনিয়া মৌনতা অবলম্বন করেন। অতঃপর একটি মৃত গাধার পাশ দিয়া যখন তাহারা অতিক্রম করিতেছিলেন এবং গাধাটি ফুলিয়া যাওয়ায় তাহার পাগুলি উর্ধদিকে উত্থিত হইয়া রহিয়াছিল তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তােমরা দুইজনে উহা খাও। তাহারা বলিলেনঃ গাধার মৃত দেহ খাইতে বলিতেছেন ইয়া রাসূলাল্লাহ্! বলিলেনঃ কেন, তােমাদের ভাইয়ের সম্মানহানির মাধ্যমে ইতিপূর্বে তােমরা যাহা অর্জন করিয়াছ, উহা তার তুলনায় কত বেশী গহিত। মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ যাহার হাতে সে পবিত্র সত্তার শপথ, সে এখন বেহেশতের ঝর্ণাসমূহের মধ্যকার একটি ঝর্ণাতে। (স্বাচ্ছন্দ্যে) সাঁতার কাটিতেছে।
بَابُ الْغِيبَةِ لِلْمَيِّتِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْهَضْهَاضِ الدَّوْسِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ الأَسْلَمِيُّ ، فَرَجَمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الرَّابِعَةِ ، فَمَرَّ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ ، فَقَالَ رَجُلانِ مِنْهُمْ : إِنَّ هَذَا الْخَائِنَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِرَارًا ، كُلُّ ذَلِكَ يَرُدُّهُ ، حَتَّى قُتِلَ كَمَا يُقْتَلُ الْكَلْبُ ، فَسَكَتَ عَنْهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مَرَّ بِجِيفَةِ حِمَارٍ شَائِلَةٌ رِجْلُهُ ، فَقَالَ : كُلا مِنْ هَذَا ، قَالا : مِنْ جِيفَةِ حِمَارٍ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : فَالَّذِي نِلْتُمَا مِنْ عِرْضِ أَخِيكُمَا آنِفًا أَكْثَرُ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، فَإِنَّهُ فِي نَهْرٍ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ يَتَغَمَّسُ

তাহকীক:
তাহকীক চলমান