আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৮৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৬৭. অনুচ্ছেদঃ ধীরেসুস্থে কাজ করা
৫৮৬. হযরত আব্দুর রহমান ইব্‌ন আবু বাকরা আশাজ্জ আব্দুল কায়েস প্রমুখাৎ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে (আশাজ্জকে) লক্ষ্য করিয়া বলিলেনঃ তোমার মধ্যে এমন দুইটি অভ্যাস রহিয়াছে যাহা আল্লাহ্‌র কাছে অত্যন্ত প্রিয়! আমি বলিলাম, তাহা কি কি ইয়া রাসূলাল্লাহ্! বলিলেনঃ সহিষ্ণুতা ও লজ্জা। আমি বলিলাম, এই দুইটি অভ্যাস পূর্ব হইতেই আমার মধ্যে ছিল না; নতুনভাবে দেখা যাইতেছে (ইয়া রাসূলাল্লাহ্!)? বলিলেনঃ না পূর্ব হইতেই রহিয়াছে। আমি বলিলাম, আল্লাহ্‌রই সকল প্রশংসা যিনি আমার মধ্যে জন্মগতভাবেই এমন দুইটি অভ্যাস প্রদান করিয়াছে, যাহা আল্লাহ্‌র কাছে প্রিয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ التُّؤَدَةِ فِي الأمُورِ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُونُسُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَشَجِّ عَبْدِ الْقَيْسِ قَالَ‏:‏ قَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ فِيكَ لَخُلُقَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ، قُلْتُ‏:‏ وَمَا هُمَا يَا رَسُولَ اللهِ‏؟‏ قَالَ‏:‏ الْحِلْمُ وَالْحَيَاءُ، قُلْتُ‏:‏ قَدِيمًا كَانَ أَوْ حَدِيثًا‏؟‏ قَالَ‏:‏ قَدِيمًا، قُلْتُ‏:‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَبَلَنِي عَلَى خُلُقَيْنِ أَحَبَّهُمَا اللَّهُ‏.‏