আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৭৯
১৭৬- পশুর প্রতি দয়া
৩৭৯। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক ব্যক্তি পথ চলতে চলতে তাহার দারুণ তৃষ্ণা পাইল। পথে সে একটি কূপ দেখিতে পাইয়া উহাতে নামিয়া পড়িল এবং পানি পান করিয়া বাহির হইয়া আসিল। বাহির হইয়াই সে দেখিতে পাইল যে একটি কুকুর নিদারুণ পিপাসায় কাতর হইয়া জিহবা বাহির করিয়া হ্যাঁপাইতেছে এবং পিপাসা নিবারণার্থে ভিজা মাটি চাটিতেছে। তখন সে ব্যক্তি মনে মনে বলিল, একটু পূর্বে পিপাসায় আমার যে দশা হইয়াছিল, কুকুরটিরও সেই দশা হইয়াছে। সে পুনরায় কূপের ভিতর নামিল এবং তাহার মোজা ভর্তি করিয়া পানি লইয়া আপন দাঁত দ্বারা উহা চাপিয়া ধরিয়া বাহিরে আসিল এবং কুকুরটিকে উহা পান করাইল। আল্লাহ্ তাআলা তাহার এই দয়াশীলতাকে কবূল করিলেন এবং তাহাকে মাফ করিয়া দিলেন। তখন সাহাবাগণ বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! পশুর জন্য কি আমাদিগকে সাওয়াব দান করা হইবে ? বলিলেনঃ হ্যাঁ, প্রত্যেকটি ব্যাপারেই সৃষ্টির সেবার জন্য সাওয়াব ও পুরস্কার রহিয়াছে।
بَابُ رَحْمَةِ الْبَهَائِمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ اشْتَدَّ بِهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا، فَشَرِبَ ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ‏:‏ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَنِي، فَنَزَلَ الْبِئْرَ فَمَلَأَ خُفَّاهُ، ثُمَّ أَمْسَكَهَا بِفِيهِ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ، قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا‏؟‏ قَالَ‏:‏ فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৮০
১৭৬- পশুর প্রতি দয়া
৩৮০। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ এক রমণী একটি বিড়ালীর কারণে শাস্তিতে পতিত হয়। সে উহাকে বাঁধিয়া রাখিয়াছিল, ফলে ক্ষুধায় উহার মৃত্যু হয় এবং সেই রমণী দোযখে নিক্ষিপ্ত হয়। তাহাকে বলা হইবে, আল্লাহ্ তাআলা সম্যকভাবে অবগত আছেন যে, যখন তুই উহাকে বাঁধিয়া রাখিলি তখন তুই উহাকে না আহার্য ও পানীয় দিলি— আর না উহাকে ছাড়িয়া দিলি যে, সে পোকা-মাকড় খাইয়া তাঁহার জীবন রক্ষা করিত।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتِ فِيهَا النَّارَ، يُقَالُ، وَاللَّهُ أَعْلَمُ‏:‏ لاَ أَنْتِ أَطْعَمْتِيهَا، وَلاَ سَقِيتِيهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا، فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৮১
১৭৬- পশুর প্রতি দয়া
৩৮১। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আম্‌ ইব্‌নুল-আস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ দয়া কর, তোমাকেও দয়া করা হইবে, অন্যকে একটি ক্ষমা কর, তোমাকেও ক্ষমা করা হইবে। সর্বনাশ সেই ব্যক্তির যে কথা ভুলিয়া যায় এবং সর্বনাশ ঐ ব্যক্তিদের যাহারা জানিয়া-শুনিয়াও বারবার অন্যায় কাজের পুনরাবৃত্তি করিতে থাকে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَرِيزٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حِبَّانُ بْنُ زَيْدٍ الشَّرْعَبِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ ارْحَمُوا تُرْحَمُوا، وَاغْفِرُوا يَغْفِرُ اللَّهُ لَكُمْ، وَيْلٌ لأَقْمَاعِ الْقَوْلِ، وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৮২
১৭৬- পশুর প্রতি দয়া
৩৮২। হযরত আবু উমামা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দয়াপরবশ হয়, তাহা যবাই করা পশুর প্রতিও হয়—আল্লাহ্ তাআলা কিয়ামতের দিন তাহার প্রতি দয়াপরবশ হইবেন।
حَدَّثَنَا مَحْمُودٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ الْكِنْدِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَنْ رَحِمَ وَلَوْ ذَبِيحَةً، رَحِمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান