আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৭
১৭৫- পরিবার-পরিজনের প্রতি মমতা।
৩৭৭। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) ছিলেন পরিবার-পরিজনের প্রতি সর্বাধিক দয়াপ্রবণ । তাঁহার এক পুত্র মদীনার উপকণ্ঠে এক মহিলার দুগ্ধপোষ্য ছিলেন যাহার স্বামী ছিলেন কর্মকার । আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে প্রায়ই সেখানে যাইতাম, ঘরটি ইয্খির নামক সুগন্ধি তৃণের ধোঁয়ায় পূর্ণ থাকিত । তিনি তাঁহাকে চুমু খান এবং নাক লাগাইয়া তাহার ঘ্রাণ লইতেন।
بَابُ رَحْمَةِ الْعِيَالِ
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْحَمَ النَّاسِ بِالْعِيَالِ، وَكَانَ لَهُ ابْنٌ مُسْتَرْضَعٌ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، وَكَانَ ظِئْرُهُ قَيْنًا، وَكُنَّا نَأْتِيهِ، وَقَدْ دَخَنَ الْبَيْتُ بِإِذْخِرٍ، فَيُقَبِّلُهُ وَيَشُمُّهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৮
১৭৫- পরিবার-পরিজনের প্রতি মমতা।
৩৭৮। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে আসিয়া হাযির হইল। তাহার সাথে একটি শিশুও ছিল। সে ঐ শিশুটিকে নিজের দেহের সহিত মিলাইয়া রাখিতেছিল । তখন নবী করীম (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি উহার প্রতি দয়ার উদ্রেক হয় ? সে ব্যক্তি বলিল, জ্বী, হ্যাঁ। তিনি বলিলেনঃ তুমি তাহার প্রতি যত দয়াপরবশ আল্লাহ্ তাআলা তোমার প্রতি উহার চাইতে অধিক দয়াপরবশ এবং তিনি হইতেছেন আরহামুর রাহিমীন—সর্বশ্রেষ্ঠ দয়ালু।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ وَمَعَهُ صَبِيٌّ، فَجَعَلَ يَضُمُّهُ إِلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: أَتَرْحَمُهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَاللَّهُ أَرْحَمُ بِكَ مِنْكَ بِهِ، وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ.

তাহকীক:
তাহকীক চলমান