আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৩
১৭৭- হুম্মারা পাখির ডিম তুলে আনা।
৩৮৩। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) একদা (সফরকালে) এক মঞ্জিলে অবতরণ করিলেন। তখন এক ব্যক্তি হুম্মারা পাখির ডিম (তাহার নীড় হইতে) পাড়িয়া আনিল। পাখিটি তখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথার উপর আসিয়া উড়িতে লাগিল। নবী করীম (ﷺ) বলিলেনঃ তোমাদের মধ্যকার কে উহার ডিম পাড়িয়া উহাকে শোকাকুল করিয়াছ ? তখন এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি উহার ডিম পাড়িয়া আনিয়াছি। নবী করীম (ﷺ) বলিলেনঃ উহার প্রতি দয়াপরবশ হইয়া উহা গিয়া রাখিয়া আস।
بَابُ أَخْذِ الْبَيْضِ مِنَ الْحُمَّرَةِ
حَدَّثَنَا طَلْقُ بْنُ غَنَّامٍ، قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَزَلَ مَنْزِلاً فَأَخَذَ رَجُلٌ بَيْضَ حُمَّرَةٍ، فَجَاءَتْ تَرِفُّ عَلَى رَأْسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: أَيُّكُمْ فَجَعَ هَذِهِ بِبَيْضَتِهَا؟ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَخَذْتُ بَيْضَتَهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: ارْدُدْ، رَحْمَةً لَهَا.

তাহকীক:
তাহকীক চলমান