আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৪
১৫৮- বন্ধুর সম্মান এমনভাবে না করা যে তাহার কষ্ট হয়
৩৪৪। মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ বুযুর্গগণ বলিতেন, তুমি তোমার বন্ধুর সম্মান এমনভাবে করিও না যে, তাহার তাহাতে কষ্ট হয়। (যেমন কোন নবাগত সম্মানিত মেহ্মানের সহিত অনেক লোকের কোলাকুলি করা, করমর্দন করা, গুরুপাক আহার্য দ্বারা তাহার তৃপ্তি সাধনের চেষ্টা করা অথচ ইহাতে তাহার পীড়া বৃদ্ধি পায় কোন সম্মানিত অথচ দুর্বল ব্যক্তিকে উঁচু মঞ্চে আরোহণে বাধ্য করা প্রভৃতি)।
بَابُ لا تُكْرِمْ صَدِيقَكَ بِمَا يَشُقُّ عَلَيْهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ قَالَ: كَانُوا يَقُولُونَ: لاَ تُكْرِمْ صَدِيقَكَ بِمَا يَشُقُّ عَلَيْهِ.

তাহকীক:
তাহকীক চলমান