আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৫
১৫৯- সৌজন্য সাক্ষাৎ
৩৪৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইকে রুগ্নাবস্থায় দেখিতে যায় বা সৌজন্য সাক্ষাতে মিলিত হয়, তখন আল্লাহ্ তাআলা তাহার প্রতি লক্ষ্য করিয়া বলেন, তুমি কত ভাল, তোমার এই পদচারণ উত্তম এবং তুমি তোমার স্থান জান্নাতে নির্ধারন করিয়া লইয়াছ।
بَابُ الزِّيَارَةِ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ الشَّامِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِذَا عَادَ الرَّجُلُ أَخَاهُ أَوْ زَارَهُ، قَالَ اللَّهُ لَهُ: طِبْتَ وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأْتَ مَنْزِلاً فِي الْجَنَّةِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৪৬
১৫৯- সৌজন্য সাক্ষাৎ
৩৪৬। হযরত উম্মু দারদা (রাযিঃ) বলেন, সালমান মাদায়ন হইতে পদব্রজে সিরিয়া আসিয়া আমাদের সহিত মোলাকাত করেন। তখন তাহার পরণে ছিল পায়জামা। রাবী ইব্ন শাওযাব বলেনঃ তখন সালমানকে দেখা গেল তাঁহার গায়ে কম্বল জড়ানো, মাথা মুণ্ডিত, কান প্রশস্ত অর্থাৎ তাঁহার কান এমনিতেই প্রশস্ত ছিল। [মাথা মুণ্ডিত হওয়ায় কান আরো বেশী প্রশস্ত দেখাইতেছিল] তাহাকে বলা হইল, আপনি নিজেকে কদাকার করিয়া ফেলিয়াছেন যে ! বলিলেনঃ দুনিয়ার বেশ-ভূষায় কী আসে যায় ? পরকালের ভালই হইতেছে আসল ভাল।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ شَوْذَبٍ قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ دِينَارٍ يُحَدِّثُ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ: زَارَنَا سَلْمَانُ مِنَ الْمَدَائِنِ إِلَى الشَّامِ مَاشِيًا، وَعَلَيْهِ كِسَاءٌ وَانْدَرْوَرْدُ، قَالَ: يَعْنِي سَرَاوِيلَ مُشَمَّرَةً، قَالَ ابْنُ شَوْذَبٍ: رُؤِيَ سَلْمَانُ وَعَلَيْهِ كِسَاءٌ مَطْمُومُ الرَّأْسِ سَاقِطُ الأُذُنَيْنِ، يَعْنِي أَنَّهُ كَانَ أَرْفَشَ. فَقِيلَ لَهُ: شَوَّهْتَ نَفْسَكَ، قَالَ: إِنَّ الْخَيْرَ خَيْرُ الاخِرَةِ.

তাহকীক:
তাহকীক চলমান