আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪৩
১৫৭- অনিষ্ট হইতে রক্ষা পাওয়ার জন্য কবিকে দান করা
৩৪৩। আমার পিতা নুজায়দ বলেনঃ একদা এক কবি হযরত ইমরান ইব্‌ন হুসায়নের কাছে আসিল। তিনি তাহাকে কিছু দান-দক্ষিণা করিলেন। তাহাকে বলা হইল, আপনিও কবিকে দান-দক্ষিণা করেন ? উত্তরে তিনি বলিলেন—নিজের ইযয্‌ত রক্ষার্থে।
بَابُ إِعْطَاءِ الشَّاعِرِ إِذَا خَافَ شَرَّهُ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ‏:‏ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُجَيْدِ بْنِ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ الْخُزَاعِيُّ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبِي نُجَيْدٌ، أَنَّ شَاعِرًا جَاءَ إِلَى عِمْرَانَ بْنِ حُصَيْنٍ فَأَعْطَاهُ، فَقِيلَ لَهُ‏:‏ تُعْطِي شَاعِرًا‏؟‏ فَقَالَ‏:‏ أُبْقِي عَلَى عِرْضِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান