আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬
১১০- উপকারীর প্রত্যুপকার করা কর্তব্য
২১৬ , হযরত ইব্‌ন উমর ( রা ) বলেন , রাসূলুল্লাহ্ ( সা ) ফরমাইয়াছেন : যে তোমাদের কাছে আল্লাহ্র নামে শরণ কামনা করে , তাহাকে শরণ দাও ! যে আল্লাহর নামে যাজ্ঞা করে , তাহার যাজ্ঞা পূরণ কর । যে তোমাদের উপকার করে , তোমরা উহার প্রত্যুপকার কর !!! যদি তোমাদের প্রত্যুপকারের সামর্থ্য না থাকে , তবে উপকারীর জন্য দু'আ কর , যাহাতে সে জানিতে পারে যে তোমরা তাহার প্রত্যুপকার করিয়াছ ।
بَابُ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُكَافِئْهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنْ أَتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا فَادْعُوا لَهُ، حَتَّى يَعْلَمَ أَنْ قَدْ كَافَأْتُمُوهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান