আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৭
১১১- উপকারী প্রত্যুপকার করিতে না পারিলে তাহার জন্য দু'আ করিবে
২১৭. হযরত আনাস ( রা ) হইতে বর্ণিত আছে যে একদা মুহাজিরগণ বলিলেন , ইয়া রাসূলাল্লাহ্ ! সমুদয় পূণ্য তো আনসারগণই লুটাইয়া লইলেন । রাসূলুল্লাহ্ ( সা ) ফরমাইলেনঃ না , যতক্ষণ পর্যন্ত তোমরা তাহাদের জন্য দু'আ করিতে থাকিবে এবং তাহাদের উপকারের প্রশংসা করিতে থাকিবে , ততক্ষণ পর্যন্ত নহে ।
র
র
بَابُ مَنْ لَمْ يَجِدِ الْمُكَافَأَةَ فَلْيَدْعُ لَهُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ قَالُوا: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ؟ قَالَ: لاَ، مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ، وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ بِهِ.

তাহকীক:
তাহকীক চলমান