আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৫
১১০- উপকারীর প্রত্যুপকার করা কর্তব্য
২১৫. হযরত জাবির ইবন আব্দুল্লাহ্ আনসারী ( রা ) বলেন , নবী করীম ( সা ) ফরমাইয়াছেন : যাহার কোন উপকার করা হয় , তাহার উচিত উহার প্রত্যুপকার করা । যদি তাহার প্রত্যুপকারের সামর্থ্য না থাকে , তবে তাহার উপকারের প্রশংসা করা উচিত । কেননা , যখন সে উহার প্রশংসা করিল , তখন সে উহার কৃতজ্ঞতাই জ্ঞাপন করিল । আর যদি সে উহা গোপন করে , তবে সে উহার প্রতি অকৃতজ্ঞতাই প্রকাশ করিল । আর যে ব্যক্তি তাহার মধ্যে যে গুণ অনুপস্থিত সেই ভূষণেই নিজেকে ভূষিত বলিয়া প্রকাশ করিল , সে যেন দুইটি মিথ্যার পোশাকে নিজেকে সজ্জিত করিল ।
بَابُ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُكَافِئْهُ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ شُرَحْبِيلَ مَوْلَى الأَنْصَارِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الأَنْصَارِيِّ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُجْزِئْهُ، فَإِنْ لَمْ يَجِدْ مَا يُجْزِئُهُ فَلْيُثْنِ عَلَيْهِ، فَإِنَّهُ إِذَا أَثْنَى فَقَدْ شَكَرَهُ، وَإِنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ، وَمَنْ تَحَلَّى بِمَا لَمْ يُعْطَ، فَكَأَنَّمَا لَبِسَ ثَوْبَيْ زُورٍ.

তাহকীক:
তাহকীক চলমান