আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৫
৮০- সন্তানহারার মাহাত্ম্য
১৪৫। খালিদ আবসী বলেন ঃ আমার একটি পুত্র সন্তান মৃত্যুবরণ করিল। ইহাতে আমি নিদারুণ মর্মাহত হইয়া পড়িলাম। তখন আমি বলিলাম, হে আবু হুরায়রা! আপনি নবী করীম (ﷺ)-এর নিকট এমন কি শুনিয়াছেন-যদ্বারা আমরা পুত্রের মৃত্যুর শােকের মধ্যে একটু সান্ত্বনা লাভ করিতে পারি ? তিনি বলিলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ঃ “তােমাদের ছােট ছােট শিশু সন্তান বেহেশতের পতঙ্গ স্বরূপ । "
بَابُ فَضْلِ مَنْ مَاتَ لَهُ الْوَلَدُ
حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ‏:‏ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ خَالِدٍ الْعَبْسِيِّ قَالَ‏:‏ مَاتَ ابْنٌ لِي، فَوَجَدْتُ عَلَيْهِ وَجَدَا شَدِيدًا، فَقُلْتُ‏:‏ يَا أَبَا هُرَيْرَةَ، مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا تُسَخِّي بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا‏؟‏ قَالَ‏:‏ سَمِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ صِغَارُكُمْ دَعَامِيصُ الْجَنَّةِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৬
৮০- সন্তানহারার মাহাত্ম্য
১৪৬। হজরত আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ একদা জনৈকা রমণী নবী করীম (ﷺ)-এর খেদমতে একটি শিশু-সন্তানসহ উপস্থিত হইল এবং বলিল ঃ ইয়া রাসূলাল্লাহ! উহার জন্য দু'আ করুন। আমি তাে ইতিমধ্যেই তিন তিনটি সন্তানকে সমাধিস্থ করিয়াছি। তিনি ফরমাইলেন ঃ তাহা হইলে তো তুমি দোযখের মুকাবিলায় মযবুত প্রতিবন্ধক গরিয়াছ।
بَابُ فَضْلِ مَنْ مَاتَ لَهُ الْوَلَدُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ قَالَ‏:‏ سَمِعْتُ طَلْقَ بْنَ مُعَاوِيَةَ، هُوَ جَدُّهُ، قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِصَبِيٍّ فَقَالَتِ‏:‏ ادْعُ اللَّهَ لَهُ، فَقَدْ دَفَنْتُ ثَلاَثَةً، فَقَالَ‏:‏ احْتَظَرْتِ بِحِظَارٍ شَدِيدٍ مِنَ النَّارِ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান