আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫২
৮১- গর্ভকালেই যাহার সন্তানের মৃত্যু হইল
১৫২। হযরত সাহল ইবন হানলিয়্যা (রাযিঃ) হইতে বর্ণিত আছে-আর তাহার কোন সন্তান হইত না-“যদি ইসলাম উত্তর যুগে আমার একটি সন্তান গর্ভে মারা যায় এবং আমি তাহাতে সাওয়াব পাওয়ার আশায় ধৈর্যধারণ করি, তবে উহাকে আমি সমগ্র পৃথিবী এবং পৃথিবীর সবকিছুর মালিক হওয়ার চাইতেও উত্তম বিবেচনা করিব। ইবন হানযালিয়্যা (রাযিঃ) ছিলেন বায়'আতে-রিদওয়ানের দিন বৃক্ষতলে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে শপথ গ্রহণকারী বিশিষ্ট সাহাবীগণের অন্যতম।
بَابُ مَنْ مَاتَ لَهُ سَقْطٌ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ أُمِّهِ، عَنْ سَهْلِ بْنِ الْحَنْظَلِيَّةِ، وَكَانَ لاَ يُولَدُ لَهُ، فَقَالَ: لأَنْ يُولَدَ لِي فِي الإِسْلاَمِ وَلَدٌ سَقْطٌ فَأَحْتَسِبَهُ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يكُونَ لِيَ الدُّنْيَا جَمِيعًا وَمَا فِيهَا وَكَانَ ابْنُ الْحَنْظَلِيَّةِ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৩
৮১- গর্ভকালেই যাহার সন্তানের মৃত্যু হইল
১৫৩। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা বলিলেনঃ “তােমাদের মধ্যে এমন কে আছ যে, তাহার নিজ সম্পত্তির চাইতে তাহার উত্তরাধিকারীদের সম্পত্তিই তাহার কাছে প্রিয়তর?” উপস্থিত সাহাবিগণ বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের সকলের কাছেই তাে নিজের সম্পদ তাহার উত্তরাধিকারীর সম্পদের চাইতে প্রিয়তর। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ জানিয়া রাখ, তােমাদের মধ্যে এমন কেহই নাই, যাহার কাছে তাহার নিজ সম্পদ তাহার উত্তরাধিকারীদের সম্পদের চাইতে প্রিয়তর। তােমার সম্পদ তাে কেবল উহাই যাহা তুমি আগেভাগে প্রেরণ করিয়াছ (অর্থাৎ কোন পূণ্যকাজে নিজ হাতে ব্যয় করিয়াছ) আর তােমার উত্তরাধিকারীদের সম্পত্তি হইল ঐ গুলি যাহা তুমি পরবর্তী কালের জন্য রাখিয়া দিয়াছ।
بَابُ مَنْ مَاتَ لَهُ سَقْطٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟ قَالُوا: يَا رَسُولَ اللهِ، مَا مِنَّا مِنْ أَحَدٍ إِلاَّ مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: اعْلَمُوا أَنَّهُ لَيْسَ مِنْكُمْ أَحَدٌ إِلاَّ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ، مَالُكَ مَا قَدَّمْتَ، وَمَالُ وَارِثِكَ مَا أَخَّرْتَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৪
৮১- গর্ভকালেই যাহার সন্তানের মৃত্যু হইল
১৫৪। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরাে ফরমাইলেন, তােমরা আটকুড়া বলিয়া কাহাকে অভিহিত কর? উপস্থিত সাহাবীগণ বলিলেন, আটকুড়া তাে হইল সে ব্যক্তি যাহার সন্তান হয় না। ফরমাইলেনঃ না, বরং আটকুড়া সেই যাহার কোন সন্তান অগ্রে প্রেরণ করে নাই (অর্থাৎ যাহার কোন সন্তানের মৃত্যু হয় নাই)
بَابُ مَنْ مَاتَ لَهُ سَقْطٌ
عن عبد الله بن مسعود قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا تَعُدُّونَ فِيكُمُ الرَّقُوبَ؟ قَالُوا: الرَّقُوبُ الَّذِي لاَ يُولَدُ لَهُ، قَالَ: لاَ، وَلَكِنَّ الرَّقُوبَ الَّذِي لَمْ يُقَدِّمْ مِنْ وَلَدِهِ شَيْئًا.

তাহকীক:
তাহকীক চলমান