আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৭৫-ইয়াতীমের ব্যয় নির্বাহের ফযীলত
১৩৬। হযরত হাসান (রাহঃ) বলেন, একটি ইয়াতীম বালক হযরত ইবন উমর (রাযিঃ)-এর আহার্য গ্রহণকালে নিয়মিত উপস্থিত হইত। একদা তিনি যখন আহার্য আনাইলেন এবং ইয়াতীমটিকে ডাকাইলেন, তখন সে অনুপস্থিত ছিল। অতঃপর তাঁহার আহার্য গ্রহণের পর সে আসিয়া উপস্থিত হইল। কিন্তু তখন আর খাবার অবশিষ্ট ছিল না। তিনি তখন ছাতু ও মধু আনাইলেন এবং বলিলেন লও, ইহাই গ্রহণ করা। আল্লাহর কসম, আহার্য থাকিতে আমি গােপন করি নাই। হাসান এই হাদীস বর্ণনাকালে বলিতেনঃ আল্লাহর কসম! ইবন উমর (রাযিঃ) সত্যসত্যই আহার্য থাকিতে গােপন করেন নাই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ مَنْ يَعُولُ يَتِيمًا مِنْ أَبَوَيْهِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنِ الْحَسَنِ، أَنَّ يَتِيمًا كَانَ يَحْضُرُ طَعَامَ ابْنِ عُمَرَ، فَدَعَا بِطَعَامٍ ذَاتَ يَوْمٍ، فَطَلَبَ يَتِيمَهُ فَلَمْ يَجِدْهُ، فَجَاءَ بَعْدَ مَا فَرَغَ ابْنُ عُمَرَ، فَدَعَا لَهُ ابْنُ عُمَرَ بِطَعَامٍ، لَمْ يَكُنْ عِنْدَهُمْ، فَجَاءَه بِسَوِيقٍ وَعَسَلٍ، فَقَالَ‏:‏ دُونَكَ هَذَا، فَوَاللَّهِ مَا غُبِنْتَ يَقُولُ الْحَسَنُ‏:‏ وَابْنُ عُمَرَ وَاللَّهِ مَا غُبِنَ‏.‏
tahqiq

তাহকীক: