আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৩
৭৪- নিজের ইয়াতীমদের প্রতিপালনকারীর মাহাত্ম্য
১৩৩। নবী-জায়া হযরত আয়েশা (রাযিঃ) বলেন ঃ একদা একটি স্ত্রীলোেক তাহার দুইটি কন্যাকে সঙ্গে নিয়া আমার নিকট আসিল। সে আমার কাছে আসিয়া যাজ্ঞা করিল। আমার কাছে তখন একটি খেজুর ভিন্ন আর কিছুই ছিল না। আমি তাহাই তাহাকে প্রদান করিলাম। সে তাহা তাহার কন্যা দুইটিকে ভাগ করিয়া দিল। এমন সময় নবী করীম (ﷺ) ঘরে আসিলেন। আমি তাহাকে উহা বলিলাম। তিনি ফরমাইলেন ঃ যে ব্যক্তি তাহাদের সামান্যতম সাহায্য করিয়াও তাহাদের সহিত সংশ্লিষ্ট হইবে তাহাদের প্রতি সামান্যতম সদয় ব্যবহার করিবে, উহারা দোযখের আগুনের মুকাবিলায় তাহার জন্য অন্তরাল স্বরূপ হইবে।
بَابُ فَضْلِ مَنْ يَعُولُ يَتِيمًا لَهُ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ: جَاءَتْنِي امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا، فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي إِلاَّ تَمْرَةً وَاحِدَةً، فَأَعْطَيْتُهَا، فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَدَّثْتُهُ، فَقَالَ: مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا، فَأَحْسَنَ إِلَيْهِنَّ، كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ.

তাহকীক:
তাহকীক চলমান
