আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩২
৭৫- ইয়াতীমের ব্যয় নির্বাহের ফযীলত
১৩২। . উম্মে সাঈদ তদীয় পিতা মুররা ফাহ্রীর এবং তিনি নবী করীম (ﷺ)-এর প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেন ঃ আমি এবং ইয়াতীমের ভরণপােষণকারী বেহেশতে এই দুইটির মত একত্রে অবস্থান করিব। অথবা তিনি বলিয়াছেন এইটি হইতে ঐটির মত। এই হাদীসের একজন অধঃস্তন রাবী সুফিয়ান (রাযিঃ) বলেন, আমার সন্দেহ হয়, তিনি বুঝি মধ্যমা ও তর্জনীর প্রতিই ইঙ্গিত করিয়াছেন।
بَابُ فَضْلِ مَنْ يَعُولُ يَتِيمًا مِنْ أَبَوَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ صَفْوَانَ قَالَ: حَدَّثَتْنِي أُنَيْسَةُ، عَنْ أُمِّ سَعِيدٍ بِنْتِ مُرَّةَ الْفِهْرِيِّ، عَنْ أَبِيهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ، أَوْ كَهَذِهِ مِنْ هَذِهِ. شَكَّ سُفْيَانُ فِي الْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৩৪
৭৫- ইয়াতীমের ব্যয় নির্বাহের ফযীলত
১৩৪। সাহল ইবন সা'দ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ আমি এবং ইয়াতীমের ভরণপােষণকারী কিয়ামতের দিন এইরূপ থাকিব। একথা বলিয়া তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলীর প্রতি ইঙ্গিত করিলেন।
بَابُ فَضْلِ مَنْ يَعُولُ يَتِيمًا مِنْ أَبَوَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا، وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى.

তাহকীক:
তাহকীক চলমান
