আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩১
৭১- সর্বাধিক মর্যাদাশালী কে ?
১৩১। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে প্রশ্ন করা হইল ঃ মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত কে? ফরমাইলেন ঃ মানুষের মধ্যে সে-ই সর্বাধিক সম্মানিত, যাহার আল্লাহভীতি (তাকওয়া) সর্বাধিক। প্রশ্নকারীগণ বলিলেনঃ আমরা আপনাকে এই প্রশ্ন করি নাই। ফরমাইলেন ঃ তাহা হইলে মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ইউসুফ আল্লাহর নবী-আল্লাহর নবী ইয়াকূব (আ)-এর পুত্র খলীলুল্লাহ্ ইবরাহীম (আ)-এর পৌত্র । প্রশ্নকারীগণ বলিলেন, আমরা এই প্রশ্নও আপনাকে করি নাই। ফরমাইলেনঃ তাহা হইলে কি তােমরা আরবদের সম্পর্কে আমাকে প্রশ্ন করিতেছ? তাঁহারা বলিলেন ঃ জ্বী হ্যা। ফরমাইলেন ঃ জাহিলিয়াতের যুগে তােমাদের মধ্যে যাহারা উত্তম বিবেচিত হইত, ইসলাম-উত্তর যুগেও তাঁহারাই উত্তম বিবেচিত হইবে-অবশ্য, যদি তাহারা ধর্ম সম্পর্কে ব্যুৎপত্তি অর্জন করে।
بَابُ الْكَرَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَيُّ النَّاسِ أَكْرَمُ؟ قَالَ: أَكْرَمُهُمْ عِنْدَ اللهِ أَتْقَاهُمْ، قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللهِ ابْنُ نَبِيِّ اللهِ ابْنِ خَلِيلِ اللهِ، قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي؟ قَالُوا: نَعَمْ، قَالَ: فَخِيَارُكُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا.