আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৭
৭৬- সর্বোত্তম গৃহ যে গৃহে ইয়াতীম আছে এবং তাহার প্রতি সদ্ব্যবহার করা হয়
১৩৭। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ মুসলমানদের বাসগৃহসমূহের মধ্যে সেই গৃহই সর্বোত্তম, যে গৃহে কোন ইয়াতীম আছে এবং তাহার প্রতি সদ্ব্যবহার করা হইয়া থাকে এবং মুসলমানদের বাসগৃহসমূহের মধ্যে সর্বনিকৃষ্ট গৃহ সেইটি, যাহাতে কোন ইয়াতীম
আছে আর তাহার প্রতি দুর্ব্যবহার করা হইয়া থাকে। আমি এবং ইয়াতীমের ভরণপােষণকারী বেহেশতে এই দুইটির মত অবস্থান করিব। এই কথা বলিয়া তিনি তাহার দুইটি পবিত্র অঙ্গুলির প্রতি ইংগিত করিলেন।
আছে আর তাহার প্রতি দুর্ব্যবহার করা হইয়া থাকে। আমি এবং ইয়াতীমের ভরণপােষণকারী বেহেশতে এই দুইটির মত অবস্থান করিব। এই কথা বলিয়া তিনি তাহার দুইটি পবিত্র অঙ্গুলির প্রতি ইংগিত করিলেন।
بَابُ خَيْرُ بَيْتٍ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَتَّابٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُحْسَنُ إِلَيْهِ، وَشَرُّ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بَيْتٌ فِيهِ يَتِيمٌ يُسَاءُ إِلَيْهِ، أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ يُشِيرُ بِإِصْبَعَيْهِ.