আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৬
৬৮- প্রতিবেশীর অভিযোগ
১২৬। হযরত জাবির (রাযিঃ) বলেন ঃ একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খেদমতে তাহার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযােগ করিতে আসিল। তখন তিনি রুকন' এবং ‘মাকাম-এর মধ্যবর্তী স্থানে উপবিষ্ট ছিলেন। যখন সে ব্যক্তি আসিল এবং নবী করীম (ﷺ)-কে দেখিল, তখন তিনি মাকামের নিকট একজন সাদাবস্ত্র পরিহিত লােকের সম্মুখে ছিলেন-যেখানে সচরাচর জানাযার নামায পড়া হইয়া থাকে। তখন সে ব্যক্তি নবী করীম (ﷺ)-এর সম্মুখীন হইয়া বলিল ঃ আমার পিতামাতা আপনার উপর কুরবান হউন ইয়া রাসূলাল্লাহ ! আপনার সম্মুখে সাদাবস্ত্র পরিহিত যে লােকটিকে দেখলাম, উনি কে? তখন তিনি ফরমাইলেনঃ তুমি কি তাহাকে দেখিতে পাইয়াছ হে ? সে ব্যক্তি বলিল ঃ জ্বী হ্যা। তখন তিনি ফরমাইলেন ঃ তাহা হইলে তুমি প্রভুত কল্যাণই প্রত্যক্ষ করিয়াছ। উনি হইতেছেন জিবরাঈল (আ)-আমার প্রভুর পয়গামবাহী। তিনি আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনি তাগিদ দিতে থাকেন যে, আমার ধারণা হইতে লাগিল যে, শেষ পর্যন্ত বুঝি তিনি প্রতিবেশীকে আমার সম্পত্তির উত্তরাধিকারী সাব্যস্ত করিবেন।
بَابُ شِكَايَةِ الْجَارِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُهَيْرٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَغْرَاءَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ يَعْنِي ابْنَ مُبَشِّرٍ قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَعْدِيهِ عَلَى جَارِهِ، فَبَيْنَا هُوَ قَاعِدٌ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ إِذْ أَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَآهُ الرَّجُلُ وَهُوَ مُقَاوِمٌ رَجُلاً عَلَيْهِ ثِيَابٌ بَيَاضٌ عِنْدَ الْمَقَامِ حَيْثُ يُصَلُّونَ عَلَى الْجَنَائِزِ، فَأَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ، مَنِ الرَّجُلُ الَّذِي رَأَيْتُ مَعَكَ مُقَاوِمَكَ عَلَيْهِ ثِيَابٌ بِيضٌ؟ قَالَ: أَقَدْ رَأَيْتَهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: رَأَيْتَ خَيْرًا كَثِيرًا، ذَاكَ جِبْرِيلُ صلى الله عليه وسلم رَسُولُ رَبِّي، مَا زَالَ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ جَاعِلٌ لَهُ مِيرَاثًا.

তাহকীক:
তাহকীক চলমান
