আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৭
৬৯- প্রতিবেশীকে এমন নির্যাতন-যাহাতে সে গৃহত্যাগী হয়
১২৭। আবু আমির হিসী রিওয়ায়েত করেন যে, হযরত সাওবান (রাযিঃ) প্রায়ই বলিতেন ঃ যখন দুই ব্যক্তি তিন দিনের বেশী কাল ধরিয়া সম্পর্কচ্ছেদ করিয়া থাকে, তখন তাহাদের একজনের সর্বনাশ হইয়াই যায়, আর যদি দুইজনই সম্পর্কচ্যুত অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, তবে তাহাদের উভয়েরই সর্বনাশ হয় এবং যে প্রতিবেশী তাহার কোন প্রতিবেশীকে নির্যাতন করে বা তাহার সহিত নিষ্ঠুর আচরণ করে-যাহার ফলে সে ব্যক্তি গৃহত্যাগ করিতে বাধ্য হয়-সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হয়।
بَابُ مَنْ آذَى جَارَهُ حَتَّى يَخْرُجَ
حَدَّثَنَا عِصَامُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ قَالَ: سَمِعْتُ، يَعْنِي أَبَا عَامِرٍ الْحِمْصِيَّ، قَالَ: كَانَ ثَوْبَانُ يَقُولُ: مَا مِنْ رَجُلَيْنِ يَتَصَارَمَانِ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ، فَيَهْلِكُ أَحَدُهُمَا، فَمَاتَا وَهُمَا عَلَى ذَلِكَ مِنَ الْمُصَارَمَةِ، إِلاَّ هَلَكَا جَمِيعًا، وَمَا مِنْ جَارٍ يَظْلِمُ جَارَهُ وَيَقْهَرُهُ، حَتَّى يَحْمِلَهُ ذَلِكَ عَلَى أَنْ يَخْرُجَ مِنْ مَنْزِلِهِ، إِلاَّ هَلَكَ.

তাহকীক:
তাহকীক চলমান