আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০০৪
বিবাহিতা স্ত্রীলোক
১০০৪ । ইবনে শিহাব (রাহঃ)-এ কাছে “ওয়াল মুহসানাতু মিনান-নিসা" আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছি, তা বিবাহিতা স্ত্রীলোক, যাদের স্বামী বেঁচে আছে। এ আয়াতের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা যেনা-ব্যভিচার হারাম করেছেন (সূরা নিসাঃ ২৪ নম্বর আয়াত)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، وَسُئِلَ عَنِ الْمُحْصَنَاتِ مِنَ النِّسَاءِ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: هُنَّ ذَوَاتُ الأَزْوَاجِ، وَيَرْجِعُ ذَلِكَ إِلَى أَنَّ اللَّهُ حَرَّمَ الزِّنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান