আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০০৫
বিবাদমান দুই দলের মধ্যে সম্প্রীতি স্থাপন
১০০৫। আয়েশা (রাযিঃ) বলেন, আমি এই উম্মাতকে নিম্নোক্ত আয়াতের চেয়ে অন্য কোন আয়াত থেকে এতোটা বিমুখ হতে দেখিনিঃ “ঈমানদার লোকদের দু'টি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে পড়লে তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। যদি তাদের এক দল অপর দলের উপর সীমা লংঘনমূলক আচরণ করে, তবে এই সীমালংঘনকারী দলটির বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, যতোক্ষণ তারা আল্লাহর নির্দেশের দিকে প্রত্যাবর্তন না করে। অতঃপর এ দলটি যদি প্রত্যাবর্তন করে, তবে তাদের উভয় দলের মাঝে ইনসাফের ভিত্তিতে সন্ধি স্থাপন করে দাও” (সূরা হুজুরাতঃ৯)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ حَزْمٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: مَا رَأَيْتُ مِثْلَ مَا رَغِبَتْ هَذِهِ الأُمَّةُ عَنْهُ، مِنْ هَذِهِ الآيَةِ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا} [الحجرات: 9]

তাহকীক:
তাহকীক চলমান