আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯৭
দাঁড়িয়ে পেশাব করা।
৯৯৭। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-কে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করায় দোষ নেই। তবে বসে পেশাব করাই উত্তম।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ رَآهُ يَبُولُ قَائِمًا» .
قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ، وَالْبَوْلُ جَالِسًا أَفْضَلُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯৮
দাঁড়িয়ে পেশাব করা।
৯৯৮ । আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আমাকে ছেড়ে দাও যতোক্ষণ আমি তোমাদের ছেড়ে দেই (অর্থাৎ প্রশ্ন উত্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করো না )। কেননা তোমাদের পূর্বেকার জাতিসমূহ এ কারণেই ধ্বংস হয়েছে যে, তারা নিজেদের নবীদের প্রশ্ন করতো এবং তাঁদের সাথে মতভেদ করতো। অতএব আমি তোমাদের যা থেকে বিরত থাকতে বলি, তোমরা তা থেকে বিরত থাকো।
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ، وَاخْتِلافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَاجْتَنِبُوهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯৯
দাঁড়িয়ে পেশাব করা।
৯৯৯। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আমি স্বপ্নে আবু কুহাফার পুত্র (আবু বাকর)-কে কূপ থেকে এক অথবা দুই বালতি পানি তুলতে দেখলাম। বালতি টেনে তুলতে তার মধ্যে দুর্বলতা লক্ষ্য করলাম। আল্লাহ তাকে ক্ষমা করুন। অতঃপর আমি উমার ইবনুল খাত্তাবকে বালতি তুলতে দেখলাম। লোকদের মধ্যে তার মতো শক্তিশালী আর কাউকে দেখিনি। সে কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে থাকলো । এমনকি লোকেরা নিজ নিজ পশুর পানি পান করার জলাধার পূর্ণ করে নিলো। **
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ ابْنَ أَبِي قُحَافَةَ نَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ فِي نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ قَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَاسْتَحَالَتْ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَنْزِعُ نَزْعَهُ، حَتَّى ضَرَبَ النَّاسَ بِعَطَنٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান