আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯০
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯০। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, আবু তাইবা রাসূলুল্লাহ ﷺ -এর রক্তমোক্ষণ করলেন। তিনি তাকে এক সা (সাড়ে তিন সের) খেজুর দিলেন এবং তার মালিক পরিবারকে তার উপর ধার্যকৃত রোজগারের পরিমাণ কমিয়ে দেয়ার নির্দেশ দিলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। রক্তমোক্ষণকারীকে তার পারিশ্রমিক দেয়ায় কোন দোষ নেই। ইমাম আবু হানীফার এই মত।
بَابُ: كَسْبِ الْحَجَّامِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: حَجَمَ أَبُو طَيْبَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَعْطَاهُ صَاعًا مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ أَنْ يُعْطَى الْحَجَّامُ أَجْرًا عَلَى حِجَامَتِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯১
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯১। ইবনে উমার (রাযিঃ) বলেন, ক্রীতদাস ও তার সম্পদের মালিক হচ্ছে তার মনিব। তার অনুমতি ছাড়া এই মাল থেকে খরচ করা তার জন্য জায়েয নয়। কিন্তু খাওয়া-পরার জন্য এবং ন্যায়সঙ্গতভাবে তা থেকে (মনিবের অনুমতি ছাড়াও) নিজের জন্য খরচ করতে পারবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-ও এই মত পোষণ করেন। তবে তার মতে, ‘খাদ্যদ্রব্য থেকে অন্যকে খাওয়ানো এবং জম্ভুযান অন্যকে ধার দেয়া তার জন্য জায়েয।' কিন্তু একটি দিরহাম অথবা দীনার অথবা কাপড় কাউকে দান করা তার জন্য জায়েয নয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «الْمَمْلُوكُ وَمَالُهُ لِسَيِّدِهِ، وَلا يَصْلُحُ لِلْمَمْلُوكِ أَنْ يُنْفِقَ مِنْ مَالِهِ شَيْئًا بِغَيْرِ إِذْن سَيِّدِهِ إِلا أَنْ يَأْكُلَ، أَوْ يَكْتَسِيَ، أَوْ يُنْفِقَ بِالْمَعْرُوفِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ إِلا أَنَّهُ يُرَخَّصُ لَهُ فِي الطَّعَامِ الَّذِي يُوَكَّلُ أَنْ يُطْعِمَ مِنْهُ، وَفِي عَارِيَةِ الدَّابَّةِ، وَنَحْوِهَا، فَأَمَّا هِبَةُ دِرْهَمٍ وَدِينَارٍ، أَوْ كِسْوَةُ ثَوْبٍ فَلا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯২
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯২ । যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র নয়টি খাবারের থালা ছিলো। তিনি যখন তার (খিলাফতকালে) নবী ﷺ -এর স্ত্রীদের কাছে ফল, খাবার অথবা গোশত উপঢৌকন পাঠাতেন, তখন সর্বশেষ থালাটি যেতো (তার কন্যা) হাফসা (রাযিঃ)-র ঘরে। যদি তাতে স্বল্পতা দেখা দিতো অথবা কোন ত্রুটি লক্ষ্য করা যেতো, তবে তা তার ভাগেই পড়তো (কারণ কন্যার পক্ষ থেকে আপত্তি বা অভিমানের আশংকা ছিলো না)।
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَتْ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ تِسْعُ [ص:343] صِحَافٍ يَبْعَثُ بِهَا إِلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا كَانَتِ الظُّرَفَةُ أَوِ الْفَاكِهَةُ أَوِ الْقَسْمُ، وَكَانَ يَبْعَثُ بِآخِرِهِنَّ صَفْحَةً إِلَى حَفْصَةَ، فَإِنْ كَانَ قِلَّةٌ، أَوْ نُقْصَانٌ كَانَ بِهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯৩
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯৩ । ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, হযরত উছমান (রাযিঃ)-র হত্যার বিপর্যয় ও বিশৃংখলা (৩৫ হি.) দেখা দিলে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের কেউই বাকী থাকলেন না (সবাই গোলযোগে জড়িয়ে পড়লেন)। অতঃপর হাররা-র মর্মান্তিক ঘটনা সংঘটিত হলে হুদাইবিয়ার সন্ধিকালে উপস্থিত সাহাবীদের কেউ (তার আক্রমণ থেকে) বেঁচে থাকতে পারেননি। অতঃপর তৃতীয় কোন গোলযোগ দেখা দিলে কোন জ্ঞানবান ও প্রতিভাবান ব্যক্তিই অবশিষ্ট থাকবে না।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: وَقَعَتِ الْفِتْنَةُ يَعْنِي فِتْنَةَ عُثْمَانَ، فَلَمْ يَبْقَ مِنْ أَهْلِ بَدْرٍ أَحَدٌ، ثُمَّ وَقَعَتْ فِتْنَةُ الْحَرَّةِ، فَلَمْ يَبْقَ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدٌ، فَإِنْ وَقَعَتِ الثَّالِثَةُ لَمْ يَبْقَ بِالنَّاسِ طَبَاخٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯৪
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯৪৷ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের প্রত্যেকেই রক্ষক (পাহারাদার ও অভিভাবক) এবং তোমাদের প্রত্যেককেই নিজ নিজ রক্ষণাবেক্ষণ (পাহারাদারি ও অভিভাবকত্ব) সম্পর্কে জবাবদিহি করতে হবে। জনগণের আমীর (নেতা) তাদের রক্ষক। তাদের সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। পরিবারের প্রধান ব্যক্তি তার পরিবার-পরিজনের অভিভাবক। তাকেও তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। স্ত্রী তার স্বামীর ধন-সম্পদ ও সন্তানের রক্ষক। এদের সম্পর্কে তাকেও জবাবদিহি করতে হবে। দাস তার মনিবের সম্পদের রক্ষক। এ সম্পর্কে তাকেও জবাবদিহি করতে হবে। অতএব তোমরা সকলেই অভিভাবক (রক্ষক ও পাহারাদার) এবং তোমাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে (আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ عَلَيْهِمْ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَامْرَأَةُ الرَّجُلِ رَاعِيَةٌ عَلَى مَالِ زَوْجِهَا، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৯৯৫
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯৫। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কিয়ামতের দিন প্রতারক ও বিশ্বাসঘাতক দাঁড়াবে। তার জন্য একটি পতাকা স্থাপন করা হবে এবং বলা হবে, এটা অমুক ব্যক্তির প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الْغَادِرَ يَقُومُ يَوْمَ الْقِيَامَةِ يُنْصَبُ لَهُ لِوَاءٌ، فَيُقَالُ: هَذِهِ غُدْرَةُ فُلَانٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৯৬
রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক।
৯৯৬ ৷ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ ও বরকত লিপিবদ্ধ থাকবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْخَيْلُ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান