আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৭- জিহাদের বিবিধ বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৬৬
আল্লাহর রাস্তায় কোন জিনিস দেয়ার বর্ণনা।
৮৬৬। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তার কাছে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে আল্লাহর পথে কোন জিনিস দান করে। তিনি উত্তরে বলেন, তা যুদ্ধের মাঠ পর্যন্ত পৌঁছে গেলে এটা যাকে দান করা হয়েছে তার মালিকানাভুক্ত হয়ে যাবে ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা সাঈদ ইবনুল মুসাইয়্যাবের মত। ইবনে উমার (রাযিঃ) বলেন, ওয়াদিল কুরা (وادى القرى) পর্যন্ত পৌঁছে গেলেই দানকৃত জিনিস প্রদাতার হয়ে যাবে। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের অপরাপর ফিক্হবিদের মতে, দাতা তা প্রদাতার হাতে হস্তান্তর করার সাথে সাথে তার মালিকানায় চলে যাবে।
بَابُ: الرَّجُلِ يُعْطِي الشَّيْءَ فِي سَبِيلِ اللَّهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ يُعْطِي الشَّيْءَ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: فَإِذَا بَلَغَ رَأْسَ مَغْزَاتِهِ فَهُوَ لَهُ.
قَالَ مُحَمَّدٌ: هَذَا قَوْلُ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَقَالَ ابْنُ عُمَرَ: إِذَا بَلَغَ وَادِيَ الْقُرَى فَهُوَ لَهُ، وَقَالَ أَبُو حَنِيفَةَ، وَغَيْرُهُ مِنْ فُقَهَائِنَا: إِذَا دَفَعَهُ إِلَيْهِ صَاحِبُهُ فَهُوَ لَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান